ভেদাভেদ

ভেদাভেদ

আমার দেশে দুই বিজাতি, হিন্দু আর মুসলমান।
সন্ধ্যা নামে শাঁখের সুরে, ভোরের দিশা দেয় আজান।
রহিম-রাম রোজ বিকেলে একসঙ্গে পড়তে যায়।
নামাজ-পুজো আলাদা হল, পায়ে পায়ে না পথ মেলায়।
দুই পৃথিবী তিক্ত বড়ো, মিষ্ট শুধু স্বর্গে বাস।
রমজানের আসার পথে দাঁড়িয়ে আছে যে মধুমাস!
দেবী দুর্গা আকাশে চায়, ওই উঠেছে ঈদের চাঁদ।
সেই চাঁদকে মাথায় রাখে তার যে প্রভু তারকনাথ।
উপাসনায় প্রভেদ শুধু, দেব-দেবতা-আল্লা এক।
পরকালের কাজ গুটিয়ে মর্তলোকে তাকিয়ে দেখ।

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait