ফিরছে বইমেলা, খুশি পাঠকরা 

ফিরছে বইমেলা, খুশি পাঠকরা 

বইপ্রেমীরা সারাবছর অপেক্ষা করে থাকেন কলকাতা বইমোলার। চলতি বছর অর্থাৎ ২০২১ সালে করোনা বাদ সেধেছে বইমেলায়। বছরের শুরুতে পরিস্থিতি করোনা খানিকটা আয়ত্তে এলে মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। কারণ, যতটা সময় এগিয়েছে, বেড়েছে সংক্রমণ। যার জেরে কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি হয় রাজ্যে। বন্ধ হয়ে যায় ট্রেন-বাস। যার জেরে শেষমেশ আয়োজন করা যায়নি বইমেলার। ফলে মুখ ভার হয়েছিল অনেকেরই। সোমবার একটি বৈঠকে আগামী বছরের কলকাতা বইমেলার দিনক্ষণ স্থির করল রাজ্য। জানা গিয়েছে, ২০২২ সালের জানুয়ারি ৩১ তারিখ অর্থাৎ সোমবার শুরু হবে বইমেলা। তবে সেক্ষেত্রেও করোনা বিধি মেনেই সমস্ত রকম আয়োজন করা হবে।  

করোনা পরিস্থিতিতে আদৌ বইমেলা, চলচ্চিত্র উৎসব হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। এবার এই নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য। রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে ফিল্ম ফেস্টিভ্যাল, শিল্প সম্মেলন এবং বইমেলার দিনক্ষণ চূড়ান্ত করা হল। জানা গিয়েছে, ৭ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব। অন্যদিকে, ২ বছর পর আয়োজিত হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। ২০ এবং ২১ এপ্রিল রাজ্যে শিল্প সম্মেলনের আয়োজন করা হবে। বইমেলা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি। উল্লেখ্য, সাধারণত কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয় জানুয়ারির শেষে। আগে ১০ দিন ধরে চলত মেলা। পরবর্তীতে তা পরিবর্তন করে ১২ দিন করা হয়। ৩১ জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলাও শুরু হবে। স্বাভাবিক ভাবে বইমেলার দিকে তাকিয়ে রয়েছেন পাঠক থেকে প্রকাশকরা। এ বারের বইমেলার থিম বাংলাদেশ। ২০১৯ সালে বইমেলায় থিম দেশ ছিল গুয়াতেমালা। তার পর ২০২১ সালে বইমেলা বন্ধ থাকে। ২০২১ সালে বইমেলার থিম ছিল বাংলাদেশ। ২০২২ সালে সেই দেশই থাকছে থিম।

ADVERTISEMENT

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait