আরবী- ভারতীয় নারীদের নির্ভরযোগ্য ঠিকানা

আরবী- ভারতীয় নারীদের নির্ভরযোগ্য ঠিকানা

একবিংশ শতাব্দীর নারী। স্বয়ংসম্পূর্ণা। যদিও নারী আবহমানকাল ধরেই সব দিক সামলাতে ওস্তাদ। কিন্তু তাঁদের অবদান গদ্য-পদ্যের মশলা জোগালেও স্বীকৃতি দেয় নি সমাজের এক অংশ। সময় বদলেছে। পরিবর্তন হয়েছে একশ্রেণীদের গ্রে-ম্যাটার। সব থেকে বড় বিষয়, না বদলালেও আর পরোয়া করতে চান না আধুনিক নারীরা। নিজের ক্ষমতায় এগিয়ে যেতে চান একবিংশের রমণীকুল । মেয়ে -স্ত্রী-মা ইত্যাদির থেকেও বড় পরিচয় হল নিজের পরিচয় তৈরী করা।
রোশনী দাস ভট্টাচার্য তেমনই এক স্বয়ংসম্পূর্ণা । স্বচ্ছলতা সত্ত্বেও তৈরী করেছেন  নিজের পরিচয়। সেই আত্ম-পরিচয় হল ' আরবী ' । কথা প্রসঙ্গে রোশনী দেবী জানালেন আজ থেকে ৭ বছর আগে অর্থাৎ ২০১৩ সালে সুন্দর একটি কনসেপ্ট থেকে তৈরি করেন ' আরবী ' প্রতিষ্ঠানটি । ভারতীয় শাড়ির সম্ভার। 
প্রশ্ন হল শাড়ি বা বুটিক তো অনেক আছে। এমন কী নতুনত্ব যে আরবী থেকেই শাড়ি কিনবে?  উত্তরটা একটু দীর্ঘ হলেও বোঝা গেল, শ্রীমতি রোশনীর ' আরবী ' একটু অন্যধরণের। বর্তমানে শাড়ি অনেকক্ষেত্রে শুধুমাত্র ফ্যাশন বা কোন বিশেষ অনুষ্ঠানে পরিধানের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই প্রজন্মের অধিকাংশ নারীর শাড়ির প্রতি অনীহা। ' আরবী '-বুটিক সেই অনীহার মধ্যে মিশেল ঘটিয়েছে ভারতীয় শাড়ির সেকাল ও একাল। একটা বিশেষ ট্র্যাডিশনাল লুকস।

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

পাওয়ার লুমের থেকেও রোশনী বিশেষ নজর দিয়ে আসছেন হ্যান্ডলুমের দিকে। যা কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয়, বলা যায় ভারতের প্রায় বিভিন্ন প্রান্তের হ্যান্ডলুম শিল্পীদের তৈরি শাড়িকে একটা ছাতার তলায় নিয়ে এসেছেন রোশনী এবং তাঁর ' আরবী '।

প্রখ্যাত কুরিয়ার সংস্থার চাকরী অনায়াসে ছেড়ে দিয়ে এই বৃহৎ কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য শ্রীমতি রোশনী দাস ভট্টাচার্যকে স্বদেশ টাইমস কুর্ণিস জানায়। 

প্রসঙ্গত উল্লেখ্য আজ অর্থাৎ ০৮-০৪-২২ এবং আগামীকাল  ০৯-০৪-২২ বিকাল ৪টে থেকে রাত ৯টা অবধি হাওড়া সিটি পুলিশ, ইনডোর স্টেডিয়ামে  থাকছে আরবী (Arbee)-র বিশেষ প্রদর্শনী। যোগাযোগ করতে পারেন +919647503386 নম্বরে॥

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait