রুদ্ধ শ্বাস

রুদ্ধ শ্বাস

আরো কিছুটা দেখা বাকি ছিল এই পৃথিবীকে,
ইচ্ছে ছিল দেখব বরফে মোড়া হিমালয়।
যদিও বা একটু বেশিই চাওয়া, তবু উর্ধ আকাশে ইচ্ছে ছিল
অরোরা বোরিয়ালিস দেখার!
আজন্মের ইচ্ছে!
পূর্ণতা পাবে কি ?
সুযোগ কি আসবে আবার সমুদ্রের ফেনা গায়ে মাখার?
কোনো এক অবসরে, হাতদুটো রেখে তোমার হাতের ওপর,
হবে কি আবার আজন্মের কথা?
দূরত্ব যেখানে সীমাহীন, হবে কি আবারও দেখা?
সেই মোড়ে নামবে কি বিকেল আবার?
যেখানে দেখি আজও আমরা দাঁড়িয়ে, ছন্নছাড়া!
অবরুদ্ধ অশ্রু, তবুও মুক্ত করি না তাকে!
কিভাবে যে পারি, অপার বিস্ময়!

ADVERTISEMENT

তবু আমি আশাবাদী, আসবে আবার সুসময়।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait