শাহীন রেজার কলমে কবিতা - আব্বা

শাহীন রেজার কলমে কবিতা - আব্বা

আব্বা
শাহীন রেজা 

মা'কে সরিয়ে দিয়ে যেদিন পাশে বসে আপনি কপালে হাত রাখলেন, সেদিনই আমার শরীরের সমস্ত জ্বর নেমে গিয়েছিল। 
আমি গভীরভাবে বুঝেছিলাম, মমতার হাতের পাশাপাশি একটি নির্ভেজাল নির্ভরতার হাতেরও খুব প্রয়োজন, অন্তত সেই সকল সন্তানের জন্য, যারা একটি নতুন পৃথিবী রচনা করতে চায়।
সে থেকেই আপনার প্রিয় তর্জনী আমারও প্রিয় হয়ে উঠল এবং আমি তাকে ধরে হাঁটতে শুরু করলাম।
জন্মদানের কৃতজ্ঞতা থেকে নয়, একটি মসৃণ ভবিষ্যতের জন্য আমি আপনাকে আঁকড়ে ধরলাম।  
আপনি শেখালেন, কিভাবে ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে হয়, অপরের জন্য ভালোবাসাগুলোকে কিভাবে হৃদ-আলমিরায় থরে থরে সাজিয়ে রাখতে হয়।
আজ আপনি নেই। আপনার দেয়া সকল শিক্ষা শিথানে রেখে, দুই চোখে আলোর সুরমা এঁকে, আজও আমি নিশ্চিন্তে ঘুমাই। আর ঘুমের মধ্যে আপনার সৌম্য ও স্নিগ্ধ সুরত দেখে, আব্বা আব্বা বলে চিৎকার করে উঠি।

ADVERTISEMENT
Swades Times Book

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait