মানবো না হার

মানবো না হার

জীবন যদি পরীক্ষা নেয় 
হতাশার মুখোমুখি দাঁড়াই রিক্ত হাতে,
সব খোয়াবার পরেও দেখি
আশার আলো নেভে না মোর, 
অফুরান আছে রাখা মন অতলে।
ঝড়ের দাপট যতই বাড়ে 
চোখ রাঙানি তুচ্ছ করে,
লড়াই চলে অহর্নিশ, শক্ত চোয়াল!

করলে উপুড় কলসি আমার..
ভরার সাহস.. কমে না, মন তৈরী আছে।
ছিনিয়ে নিলে যা আছে সব.. আবার শুরু
নতুন জুড়ে ভরি ঝুলি, উদ্যমে ভর।
আমার সাহস, চেষ্টা আমার, বিশ্বাসে জোর-
নিজের প্রতি কম কি আছে, ভয়টা কিসের!
জীবন যেমন খেলতে পারে আমায় নিয়ে,
খেলব আমি তেমনি জীবন তোমার সাথে।
চলুক খেলা তোমার আমার নিরন্তর
মানবো না হার, নিজের কাছে অঙ্গীকার॥

ADVERTISEMENT

0 comments

Haimanti Roy

Haimanti Roy

কোন্নগরে জন্ম, মাখলার স্কুলে পড়াশোনা করে একে একে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। বি.এড পাশ করে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করি, বর্তমানে বাড়িতেই ছাত্রছাত্রী পড়াই। কবিতার প্রতি ভালোবাসা থেকেই কবিতার চর্চা ও লেখালিখির শুরু। বর্তমানে আকাশবাণীর সঞ্চালক। সোশাল মিডিয়ায় লেখার সঙ্গে কিছু পত্রিকায় লিখি।

FOLLOW

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait