ভবঘুরে

ভবঘুরে

তোমার জন্য গল্প লিখি সুরে,
তোমার কথায় স্বপ্ন আঁখিজুড়ে,
ইচ্ছপাখীর ডানায় চড়ে চলো,
বাঁধবো নতুন ঘরটা বহুদূরে।

হারিয়ে যাওয়ার সীমা শেষ করে,
হারাই চলো আবার তেপান্তরে।

যেথায় হবে আকাশ গভীর নীল
আলগা অধর খুঁজবে ঠোঁটের তিল।

ADVERTISEMENT

 সেথায় খানিক হৃদয় গাইবে জোরে
আমায় তুমি জড়িয়ে থাকবে ধরে..
হাতটা হাতে শক্ত মুঠোয় ধরো
ভাসাই ভেলা গভীর সমুদ্দুরে।

নাড়িয়ে কড়া যাচ্ছো কেনো সরে?
মনের দরজা আজও খোলা ঘরে।

গাছের গায়ে সুতোয় বাঁধা ঢিল
খুঁজছে কারণ কোথায় যে গরমিল!

হিসেব খাতায় কলম থাকনা পড়ে,
বেহিসাবি মন বেড়াক পাড়ায় মোড়ে।
আমার চোখে তাকিয়ে শুধু বলো,
আমার জন্যে সাজবে – 
‘ভবঘুরে’?

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait