খুনের রহস্য নিয়ে আসছে ‘শব চরিত্র’, কমলেশ্বরের আগামী ছবি 'অনুসন্ধান'

খুনের রহস্য নিয়ে আসছে ‘শব চরিত্র’, কমলেশ্বরের আগামী ছবি 'অনুসন্ধান'

বিনোদন ডেস্ক: ওয়েব সিরিজ়ের মোড়কে আসছে ‘শব চরিত্র’। দু’দিন হল কলকাতার বিভিন্ন প্রান্তে চলছে সিরিজের শুটিং। দু’দিন হল কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এক লেখক। তার গল্প বিক্রি হওয়া বন্ধ হয়ে গিয়েছে। ভাল একটা গল্পের খোঁজে আছে সে। কিছুতেই মাথায় ভাল কোনও প্লট আসছে না তার। কিন্তু সে লিখতে চায়। গল্প পড়াতে চায় পাঠকদের। তাই চারপাশের জীবন্ত মানুষের জীবনকেই তুলে ধরতে চায় তার কলমের ডগায়। মানুষের ব্যক্তি জীবনে আড়ি পাতা শুরু করে। তাতে যদি লেখার মতো কোনও রসদ পেতে পারে। এই লেখকই গল্পের নায়ক। গল্পের সন্ধান করতে গিয়ে যাঁদের যাঁদের সঙ্গে দেখা হয় তার, সেখানেই একটা করে খুন হয়।

এক সময়ে পুলিশের নজরে আসে এই লেখক। সিরিজ়ের লেখক অবিনাশের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী। পুলিশের চরিত্রে যুধাজিৎ সরকার, অবিনাশের স্ত্রী সীমার চরিত্রে অঙ্কিতা মাঝি, প্রেমিকার চরিত্রে তুলিকা, অবিনাশের সাংবাদিক বন্ধু রানা বসু ঠাকুর, যুধাজিতের স্ত্রী পায়েল রায় ও মনোরোগ বিশেষজ্ঞ মৃণালিনীর চরিত্রে ইমন চক্রবর্তী। অঙ্কের মাস্টার কে সি নাগের চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় এই সিরিজ়ের উপরি পাওনা। সব ঠিক মতো এগোলে ২০২২ সালের মার্চ মাসেই ক্লিক ওটিটি প্ল্যাটফ্রর্মে স্ট্রিম করতে শুরু করবে ‘শব চরিত্র’। এই সিরিজ়ের প্রযোজনার দায়িত্বে ‘মিল্কি ওয়ে ফিল্মস’।

ADVERTISEMENT
Swades Times Book

অন্যদিকে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবি 'অনুসন্ধান'। কেন্দ্রিয় চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই অন্নপূর্ণা ঘোষের ছবি 'বব বিশ্বাস' নিয়ে উন্মাদনা তুঙ্গে। বব হিসেবে কাকে মানিয়েছে, শাশ্বত না অভিষেক সে নিয়ে মতবিরোধ চলছে। বেশিরভাগ মানুষ বলছেন বব বিশ্বাস মানেই শাশ্বত। রহস্যের ঘেরাটোপ হোক কিংবা নিপাট কমেডি সবেই তিনি সেরা। তবে এবার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবি অনুসন্ধানে ফের একবার রহস্য, অনিশ্চিয়তা সব নিয়ে হাজির হচ্ছেন শাশ্বত।  এই ছবি মুক্তি পাবে আগামী ৩ ডিসেম্বর৷ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে পায়েল সরকারকে। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, ঋদ্ধি সেন, প্রিয়াঙ্কা সরকার, জয়দীপ মুখোপাধ্যায় সহ আরও অনেকেই। প্রসঙ্গত, ছবির ট্রেলার দেখলেই স্পষ্ট হয়ে যায়, এ ছবিতে ছড়িয়ে রয়েছে রহস্যের দানা। প্রেক্ষাপট লন্ডন আর লন্ডনের রাস্তাতে দুর্ঘটনা। বিপদে পড়ে সামনের একটি বাড়িতে ঢুকে পড়লেন শাশ্বত। সেখানে তিনি এমন এক পরিবারের দেখা পেলেন যাঁদের সকলেই উকিল। তবে রহস্য দানা বাধতে এবং রহস্যের কিনারা কি হয় তা দেখতে অপেক্ষা করতে হবে ৩ ডিসেম্বর অবধি।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait