কে যেন বললো

কে যেন বললো

 

কে যেন বললো –
আহা লক্ষীশ্রী গড়ন,
মুখ খুলতে শিখলি না মন
ওই বুকে যে আগুন চাপা,
রইল সব শক্তি ঢাকা,
সইতে শেখাই হলো জীবন ভোর-
গড়তে পারিস, লড়তে পারিস কি তুই?
ভাঙতে পারিস? বইতে পারিস শুধুই!

কে যেন বললো –
অবলা সরলা তুই,
নিজের কথা কইবি কারে আর!
নিজের ভার বইতে পারিস,
সোজা হয়ে চলতে পারিস,
জানলে যদি মানলো কি কেউ? 
টেনেই শুধু চলবি জোয়াল –
শক্ত হাতে ধরবি না হাল?

কে যেন বললো –
কোল জুড়ে যে লক্ষী করেই গড়বি একে?
তোর মতোই নিস্তরঙ্গ শান্ত ধীর!
হঠাৎ চোখে আগুন জ্বলে বললি কানে,
মানুষ হবে!
বাঁচবে স্বাধীন শর্তবিহীন
সমাজ বেড়ির ভাঙবি খাঁচা
শ্বাস নয় প্রাণ নিয়ে ও শিখবে বাঁচা॥

 
ADVERTISEMENT

0 comments

Haimanti Roy

Haimanti Roy

কোন্নগরে জন্ম, মাখলার স্কুলে পড়াশোনা করে একে একে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। বি.এড পাশ করে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করি, বর্তমানে বাড়িতেই ছাত্রছাত্রী পড়াই। কবিতার প্রতি ভালোবাসা থেকেই কবিতার চর্চা ও লেখালিখির শুরু। বর্তমানে আকাশবাণীর সঞ্চালক। সোশাল মিডিয়ায় লেখার সঙ্গে কিছু পত্রিকায় লিখি।

FOLLOW

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait