মুখোমুখি

মুখোমুখি

আয়নার সামনে দাঁড়িয়ে
কি দেখি ?
এতগুলো আমি’র ভীড়!!
আমি কই!!
শুধু আমি ছাড়া, বাকি সবাই পাশাপাশি রয়েছে বেশ।
ওরা হাসে,মেশে, ভাসে আর ভূমিকা সামলায়।
ওরা ক্লান্ত নয়,শ্রান্ত নয়।
ওদের মুখের মেকআপের আড়ালে কি চাপা পড়ে রোজ!
রাতগুলো দীর্ঘ অমাবস্যার।
অন্ধকারে হাতড়ে হাতড়ে বেড়াই নিজেকে।
বড় বড় নখ দিয়ে মুখোশ টেনে খুলতে যাই।
খুলতে খুলতে পাশে জমে ‘শয়ে ‘শয়ে আমি।
অহল্যার শাপ মুক্তি ঘটে।

ADVERTISEMENT

2 comments

Illora Chattopadhyay

Illora Chattopadhyay

জন্মসূত্রে বড় হওয়া উত্তরপাড়ায়। সংস্কৃত সাহিত্যে এম.এ পাশ করার পর ১৫ বছর হুগলী জেলার একটি গ্রামীন আধাসরকারি স্কুলে শিক্ষকতা । সংস্কৃত নিয়ে পড়াশোনা করলেও প্রিয় বিষয় বাংলা। বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা চিরকালীন। মাঝে কিছুদিন পত্র পত্রিকায় বইয়ের রিভিউ লেখা। তারপর দীর্ঘদিনের বিরতি। প্রাণের টানে আবারও ফিরে আসা সাহিত্যের প্রাঙ্গণে। তবে এবারে শুধু আর পুস্তক আলোচনা নয়, তার সঙ্গে মৌলিক লেখালেখির শুরু। মূলত সোশাল মিডিয়ায়। তারপর থেকে বিভিন্ন ওয়েবম্যাগ, কাগজের পত্রপত্রিকাতে নিয়মিত লিখে চলা।যদিও নিজেকে লেখক নয়, পাঠক মনে করতেই স্বচ্ছন্দ বোধ করি।

FOLLOW

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait