অনুরোধ

অনুরোধ

জানো বাউল,

আমার শহরের বুক জুড়ে দূষণ ধোঁয়াই সার,

ইঁটের পরে ইঁট সাজিয়ে বহুতলের পরিপাটি সংসার।

উত্তরা বায়ু থমকে দাঁড়ায়, নেই অবাধ অনুপ্রবেশ,

দাপিয়ে বেড়ায় শব্দ দৈত্য, কঠোর তার আদেশ।

ব‍্যঙ্গ করে বিজলীবাতি, তাই চাঁদের মুখে হাসি নেই,

মেকি সুখে সাজানো জীবন তাই সুর পায়না খেই।


আচ্ছা বাউল,

ADVERTISEMENT
Swades Times Book

তোমার একতারাতে বাঁধবে তুমি আমার জন্য গান?

থাকবে তাতে রাঙামাটির মনভরানো সুর আর লাল পাহাড়ির তান।

চাঁদনী রাতে চাঁদের হাসি, থাকবে গোধূলি বেলার প্রেম,

সুরের পথের চড়াই উৎরাই এ সাজানো থাকবে জীবনের সব লেনদেন।

হারিয়ে যাবো তোমার সুরে নগর ছেড়ে অনেক অনেক দূরে,

একতারাটাই শুধু সঙ্গী হবে, আমি হবো তোমার সঙ্গে ভবঘুরে।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait