রাইকথা

রাইকথা

Rs 40

Login To Read
  • Publisher: Swades Times
  • Language: Bengali
  • Version: PAID

দীর্ঘ আট বছর পরে একটি ট্যুর এন্ড ট্রাভেলসের অফিসে আবার দেখা হয়ে যায় কলেজের এককালের তুখোড় ছাত্রনেতা কৃষ্ণন যাদব ও জিওগ্রাফি ডিপার্টমেন্টের মেধাবী ছাত্রী রাই সরকারের।  কৃষ্ণন এখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পদস্থ অফিসার আর রাই সরকার একটি নামজাদা ট্যুর এন্ড ট্রাভেলসের কর্ণধার।

বছরখানেক হলো বিয়ে হয়েছে কৃষ্ণনের।  কিন্তু স্ত্রী রুক্মিনীকে নিয়ে সেভাবে সময় কাটানো হয় না।  শুধু একবার উত্তরপ্রদেশে মথুরা জেলায় পৈতৃক বাড়িতে ঘুরে এসেছে।  এবার ইচ্ছে আছে গরমের ছুটিতে কোনো হিল স্টেশনে গিয়ে মধুচন্দ্রিমা টা কাটিয়ে আসবে।  সেই সূত্রেই এই ট্যুর এন্ড ট্রাভেলস এর অফিসে আসা আর আসার পরেই যেন সে টাইম মেশিনে করে ফিরে যায় সেই কলেজ জীবনের অতীতে।     

দুজনেই আজ বিবাহিত।  একদা যে দুটি ছেলে মেয়ের প্রেম অন্যদের ঈর্ষা, রাগ, বিদ্বেষের কারণ ছিল, আজ কেন তারা একে অপরের থেকে এতো দূরে চলে গেল? এতো বছর পরে তাদের দেখা হওয়া আবার কি ঝড় তুলবে তাদের জীবনে? তারা কি এক হতে পারবে, না সমাজের অনুশাসন মাথায় নিয়ে নিষ্ফল প্রেমের বোঝা বয়ে বেড়াতে হবে তাদের? সমাজ কি এতটুকু পাল্টেছে এই যুগে, নাকি আজও সেই প্রাচীনত্ব পরতে পরতে মিশে থাকে, যার জন্য একদা শ্রীকৃষ্ণ আর রাধারও মিলন হয় নি?

সেই অপূর্ব প্রেমগাথা কেন এখনো আমাদের মুগ্ধ করে রাখে? কি এমন জাদু? কেনো পোড়া বাঁশি শুনলে এখনো সব বাধা পেরিয়ে নেচে ওঠে আমাদের মন?

জানতে হলে পড়ুন পুনর্জন্মের নিরিখে লেখা শাওনা চক্রবর্তী ঘোষের কলমে ‘রাইকথা’।       

স্বদেশ টাইমস ই-ম্যাগাজিন সম্পর্কে আপনার মতামত জানতে আমরা আগ্রহী। নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন।

Please Enter Your Name here
Please Enter Your Email here
Please Enter Your Phone here
Please Enter Your Comment here
0 Comments

Adding Items in your Cart

Removing Items from your Cart

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait