ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এবার, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাতেও মহারাজ

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এবার, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাতেও মহারাজ

স্পোর্টস ডেস্ক: অনিল কুম্বলের পরিবর্তে আইসিসির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হচ্ছেন ভারতীয় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রিপোর্ট অনুযায়ী, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সভাপতি, সৌরভ গাঙ্গুলী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত। এর আগে গাঙ্গুলির প্রাক্তন সতীর্থ অনিল কুম্বলে এই ভূমিকায় ছিলেন। 2012 সালে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লাইডের স্থলাভিষিক্ত করে কুম্বলেকে আইসিসি দায়িত্ব দিয়েছিল।  2016 সালে, তিনি পুনর্নিযুক্ত হন। কুম্বলে 2019 সালের মার্চ মাসে তার তৃতীয় এবং শেষ তিন বছরের মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হন। নয় বছর ধরে ক্রিকেট কমিটির চেয়ারম্যান থাকার পর, তিনি এখন গাঙ্গুলির জন্য পথ প্রশস্ত করতে পারেন। খবর অনুযায়ী, গাঙ্গুলিকে একজন পর্যবেক্ষক থেকে চেয়ারম্যান পদে পদোন্নতি দেওয়া হবে। আইসিসি ক্রিকেট কমিটির কাজের মধ্যে রয়েছে খেলার নিয়ম-কানুন মেনে চলা।

ADVERTISEMENT

ক্রিকেটার হিসেবে, অধিনায়ক হিসেবে কেরিয়ারে বারবার সব বাধা অতিক্রম করেছেন। ক্রিকেট ছাড়ার পর সিএবির সভাপতির দায়িত্ব সামলেছেন। এখন বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। এবার আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এই বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ক্রিকেটার হিসাবে ও ক্রিকেটের প্রশাসক হিসাবে সৌরভের অনেক বেশি গুণ রয়েছে। একই সঙ্গে অভিজ্ঞতা অনেক বেশি। আমাদের ক্রিকেটকে অন্য পর্যায়ে পৌঁছানোর জন্য সাহায্য করতে পারবেন সৌরভ। আমি অনিল কুম্বলেকেও অনেক ধন্যবাদ দিতে চাই। এত বছর ধরে দারুণ কাজ করার জন্য।”

শেষ হয়েছে আইসিসির বোর্ড মিটিং। সেখানেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভের নিয়োগ থেকে আগামী দশ বছরের আইসিসি ইভেন্টের স্থান নির্ধারণ, সবটাই হয়েছে এই বোর্ড মিটিংয়ে। গতকালই ২০৩১ সাল পর্যন্ত বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করেছে আইসিসি। প্রথমবার বিড প্রক্রিয়ার মাধ্যমে কোন দেশে এই টুর্নামেন্টগুলো আয়োজিত হবে, তা ঠিক হয়েছে। যে কমিটি আইসিসি ইভেন্টের আয়োজক দেশ নির্ধারণ করেছে, তারও সদস্য ছিলেন সৌরভ। ক্রিকেট কমিটির চেয়ারম্যান হওয়ার আগেই আইসিসির ক্যালেন্ডারে মহারাজ আবার ফিরিয়ে এনেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। ২০১৭ সালের পর থেকে বন্ধ ছিল এই টুর্নামেন্ট। 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait