এটিকে-মোহনবাগানের নতুন কোচ হুয়ান ফেরান্ডো

এটিকে-মোহনবাগানের নতুন কোচ হুয়ান ফেরান্ডো

স্পোর্টস ডেস্ক: যাবতীয় জল্পনার অবসান ঘটল তবে। কাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল, কে হবেন হাবাসের উত্তরসূরি? গোয়ার কোচ হুয়ান ফেরান্ডোর নাম ঘুরছিল সবার মুখেই। কাল অনেকেই এও দাবি করেন যে হুয়ান এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে নিয়েছেন। বাকি ছিল শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট।  এবার সেই খবর নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিল এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। হাবাস যাবতীয় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন। তিনি উড়ে গেছেন সুদূর সেই স্পেনে। এবার তার জায়গায় এলেন হুয়ান। হাবাসের পুরো উল্টো তিনি। হাবাস কাউন্টার অ্যাটাক নির্ভর খেলতে পছন্দ করতেন। কিন্তু, হুয়ান পাসিং ফুটবলে বিশ্বাসী। তিনি বিশ্বাসী দৃষ্টিনন্দন ফুটবলে। এখন দেখার হুয়ান এসে কতটা সামাল দিতে পারেন পরিস্থিতি। তিনি কি পারবেন এটিকে মোহনবাগানে সুদিন ফিরিয়ে আনতে?

ADVERTISEMENT
Swades Times Book

 

মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির (North East United FC) বিরুদ্ধে ম্যাচে মাঠে নামার আগেই বাগান শিবিরে যোগ দিলেন এই স্প্যানিশ কোচ। গতকালই এফসি গোয়ার (FC Goa) কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হুয়ান ফেরান্দো। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল ৪০ বছরের এই স্প্যানিশ কোচের বাগান শিবিরে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। কালই বাগানের বেঞ্চে অভিষেক হচ্ছে হুয়ান ফেরান্দোর। খালিদ জামিলের (Khalid Jamil) দলের বিরুদ্ধে নতুন কোচের হাত ধরে নতুন শুরুর অপেক্ষায় সবুজ-মেরুন ব্রিগেড। দায়িত্ব নিয়েই সবুজ-মেরুন সমর্থকদের আশ্বস্ত করে ফেরান্দোর বার্তা, ‘আমি প্রথম দিন থেকেই আমার ১১০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব, সমর্থকরা সবচেয়ে ভালো ফুটবল দেখতে পারবে এবং উপভোগ করবে। দল কিভাবে ঘুরে দাঁড়াতে পারে তার কাজ শুরু করে দিয়েছি।’

 

এই মরসুমেই হুয়ান ফেরান্দোর সঙ্গে চুক্তি করে এফসি গোয়া। তাঁর হাত ধরে কলকাতায় ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের দল। এফসি গোয়ার চেয়ে অনেক বেশি অর্থ দিয়েই ফেরান্দোকে নিজেদের দলে ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait