অ্যাসেজের দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে জয়ী অজিরা, পিচ দেখে অবাক শ্রেয়স 

অ্যাসেজের দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে জয়ী অজিরা, পিচ দেখে অবাক শ্রেয়স 

 স্পোর্টস ডেস্ক: অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ২৭৫ রানে পরাজিত করল স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। অজি ফাস্ট বোলার রিচার্ডসনের সংগ্রহ ৪২ রানে ৫ উইকেট। অ্যাডিলেডের ওভালে অনুষ্ঠিত এই দিন-রাত্রির টেস্ট ম্যাচের পঞ্চম তথা শেষ দিনে, ইংল্যান্ড ৪৬৮ রান তাড়া করতে গিয়ে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায়। ফলে পাঁচ ম্যাচের অ্যাসেজ সিরিজে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আগে ব্রিসবেনের গাব্বায় প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।“অ্যাডিলেড টেস্টে” অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৭৩ রান করে ইনিংসের ডিক্লয়ার ঘোষণা করে। এরপর তারা প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৩৬ রানেই গুটিয়ে দেয়। এরপর অজিরা তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লিয়ার ঘোষণা করে ২৩০ রানে, তখন তাদের ৯ উইকেট পড়ে গিয়েছিল। এরপরে ইংল্যান্ডকে জয়ের জন্য ৪৬৮ রানের বিশাল টার্গেট দেয়। এই টার্গেটের জবাবে ইংল্যান্ড দল মাত্র ১৯২ রানেই শেষ হয়ে যায়। ব্রিটিশরা হারে ২৭৫ রানে। ল্যাবুশানে তার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান। প্রথম ইনিংসে ১০৩ এবং দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন মার্কাস ল্যাবুশানে।

ADVERTISEMENT

ইংল্যান্ডের হয়ে ওকস ৯৭ বলে ৪৪ রান করেন। জস বাটলার, ২৬ রান করেন। তিনি ছাড়াও বেন স্টোকস ৭৭ বলে ১২ রান, অলি রবিনসন ৩৯ বলে ৮ রান এবং স্টুয়ার্ট ব্রড ৩১ বলে অপরাজিত ৯ রান করেন। শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসনকে দুই রানে আউট করে পঞ্চম উইকেট নেন রিচার্ডসন। ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট নিলেন রিচার্ডসন। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টেস্ট।

অন্যদিকে  সেঞ্চুরিয়নের বাইশ গজ সবুজ ঘাসে ঢাকা। আর তা দেখেই অবাক ভারতের তারকা ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর মুখে ব্যাটিং অনুশীলনে বাড়তি জোর দিচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ঘাস বেশি থাকায় সেঞ্চুরিয়নের উইকেট পেসারদের সহায়ক হবে তা বলার অপেক্ষা রাখে না। বিদেশ সফরে বিগত বেশ কয়েকটি ম্যাচেই ভারতের ব্যাটিং ব্যর্থতা চোখে পড়েছিল। বিশেষ করে অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli), রাহানে (Ajinkya Rahane), পূজারাদের (Cheteshwar Pujara) মতো ব্যাটাররা সে ভাবে রান পাচ্ছেন না। আর সেই রোগটাই সারাতে নেমেছেন দ্রাবিড়। কোচ রাহুল দ্রাবিড়ের সাফ নির্দেশ, কোয়ালিটি ক্রিকেট খেলে যাও। অর্থাত্‍ গুণগত ক্রিকেট খেললে কোনও উইকেটেই খেলা কষ্টকর নয়। আজও সেঞ্চুরিয়নে ব্য়াটিং অনুশীলনে বিশেষ নজর দেন ভারতীয় দলের কোচ।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait