জন্মদিন

জন্মদিন

আজ সকালটা অন্যসব সকাল থেকে, আমার লাগলো অন্যরকম।
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে, গায়ে লাগলো একরাশ ঠাণ্ডা বাতাস।
শহুরে পীচের কালো রাস্তা, রাঙামাটির আস্তরণে হল রক্তিম।
নিস্তব্ধ, নির্জন পৃথিবীর বুক চিরে, আবার দেখা দিল, “হে নূতন”।
চিরবসন্ত স্নিগ্ধ সবুজ রং, লাগিয়ে দিল মালতীলতার ঝলসে যাওয়া পাতায়।

হিমবাহ স্বগৌরবে আরো একটু শীতল সলিল, ঢেলে দিলো নদীর বুকে।

ADVERTISEMENT

 

আজ সকালটা সত্যিই অন্যরকম,
আজ যে তোমার জন্মদিন!
নতুন করে নতুন বেশে,
আজকে তোমার সাজার দিন।
যত মৃত্যু ভুলে গিয়ে,
আজকে আবার বাঁচার দিন।
উদয় শঙ্খ পূর্ব দিকে,
নতুন করে বাজার দিন।
শুভ হোক অনেক শুভ,
হোক তোমার জন্মদিন।।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait