শিমুল সুলতানার কলমে কবিতা : থেকে যেতে চাই

শিমুল সুলতানার কলমে কবিতা : থেকে যেতে চাই

যদি  হারিয়ে যাই নীল কুয়াশার দেশে...
ফিরে না আসি মদির আবেশে...
ভেবে নিও থেকে যাব 
গভীরে গোপনে...
স্পর্শ নাগালে থাকি না থাকি,
জল হয়ে থেকে যাব চোখের কোনে!
ভুলে যাবে একদিন-
আমিও ছিলাম ফানুসের খেলা ঘরে!
দিতে পারি নাই -প্রেম প্রান ভরে ..
কি এসে যায়!
ছিলাম তোমার মনে 
নিভৃতে
যতনে... আশ্লেষ আদরে। 
ভাল থেক সখী..।
আর জনমে পাই না পাই
ভুলো না আমায়-
বলি না তো সেই কথা -
পাখির ডানায়, রুমালের ঘ্রাণে, 
শুধু বলি -
থেকে যেতে চাই 
গভীর গোপনে -
ভুলো না আমার প্রেম!
হাসি আর গানে একাকার 
এক একটি সন্ধ্যার আবেগে -
হাতে হাত থাক না থাক-
ছিলে পুরোপুরি, 
এখনো কি আছো? 
হারিয়ে ফেলেছো স্মৃতিময় চিঠিগুলি! 
আগুনের আচে জানি পুড়ে গেছে 
কাগজের লেখাগুলি। 
পুড়েছে  কাগজ লাগেনি কি একটুও আচ
বুকের কোনো এক কোনে? 
নশ্বর সব জানি -
যতদিন আছি কিংবা তুমি 
রেখে দিও না বলা কোনো এক কথা-
জীবনের ভুলগুলি। 
থেকে যেতে চাই নতুন আলোতে 
তোমার বুকের নীলে।
ADVERTISEMENT

0 comments

Shimul Sultana

Shimul Sultana

Shared publicly - 01st Jun, 21 05:24 am

ভালো থেকো প্রিয় সাহিত্য, ভালো থেকো সব মানুষেরা

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait