গা ছমছমে ভৌতিক অনুভূতি নিয়ে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি ছোরির

গা ছমছমে ভৌতিক অনুভূতি নিয়ে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি ছোরির

বিনোদন ডেস্ক:  হাতে গোনা কয়েকটি চরিত্র এবং নির্জন বসতি  হরর ফ্যাক্টরকে আরও খানিকটা বাড়িয়ে দেয়।   ছোরি ছবির মেঠো প্রেক্ষাপট ছবিটিকে যেন আরও বেশি করে বাস্তব করে তুলেছে।  কোনও বাড়তি জ্ঞানের বাণী না আউড়ে এই ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কন্যা ভ্রুণ হত্যার নৃশংস দিক। হরর মুভি বলতে যা বোঝায় এই ছবি খাপে খাপ না। বরং ফাঁকা ভয় দেখানোর থেকে এই ছবির বিষয়বস্তু এমন যে দর্শকের গলার কাছে দলা পাকিয়ে আসবে, গলা শুকিয়ে যাবে। এক জ্বলন্ত সামাজিক বিষয়কেই ছবির ফ্রেমে ধরার চেষ্টা করেছেন পরিচালক বিশাল ফুরিয়া। ছবির পরতে পরতে দর্শকদের জন্য রয়েছে সারপ্রাইজ।  দুর্ধর্ষ ক্যামেরার কাজ ছোরি ছবির বাড়তি পাওনা। ক্যামেরার দুরন্ত কারসাজি ভয়ে বাতাবরণ বাড়িয়ে দেয়।

আট মাসের অন্তঃসত্ত্বা সাক্ষীর সুখী দাম্পত্য হেমন্তের সঙ্গে। ব্যবসার জন্য ধার নিয়ে টাকা শোধ করতে না পারায় হুমকি দেওয়া হয় হেমন্তকে। পাওনাদারদের থেকে বাঁচতে নিরিবিলি জন মানুষহীন এক জায়গায় গা ঢাকা দেয় সাক্ষী-হেমন্ত। পাওনাদারদের টাকা জোগাড় হলেই ফিরে যাওয়াই তাদের প্ল্যান। কিন্তু তাদের ড্রাইভারের গ্রামে গিয়ে যে বাড়িতে আশ্রয় নেয় সাক্ষী-হেমন্ত, সেই বাড়ির ভূতুড়ে ইতিহাস রয়েছে। বহুদিন পর একটি দারুণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন দুঁদে অভিনেত্রী মিতা বশিষ্ঠ। বহু বছর পর Chhori ছবিটি তাঁর মতো প্রতিভাবান অভিনেত্রীকে লাইমলাইটে নিয়ে এল। ভান্নো দেবীর চরিত্রে মারকাটারি পারফর্মেন্স মিতা বশিষ্ঠের। অন্তঃসত্ত্বা সাক্ষীর চরিত্রে সত্যিই ভালো করেছেন নুসরত ভারুচা। ছক ভাঙে চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জে তিনি ভালো নম্বর নিয়েই পাশ করলেন। হেমন্তের চরিত্রে সৌরভ গোয়েলও যথাযথ। মরাঠি ছবি লাপাচ্ছাপির দারুন হিন্দি রিমেক করেছেন পরিচালক বিশাল ফুরিয়া।তবে সব মিলিয়ে এই ছবি নিঃসন্দেহের দেখার মতো। অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পেয়েছে ছোরি।

ADVERTISEMENT

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait