অধিনায়কের পর এবার বদলে যাচ্ছে ভারতের কোচ ! বাতিল নিউজিল্যান্ডের পাক সফর

অধিনায়কের পর এবার বদলে যাচ্ছে ভারতের কোচ ! বাতিল নিউজিল্যান্ডের পাক সফর

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপের পরেই ভারতীয় দলের টি-২০ ফর্ম্যাটে অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি। আর এবার ভারতীয় দলের কোচ বদল হতে চলেছে। কোচের পদ থেকে অবসরের কথা ঘোষণা করলেন রবি শাস্ত্রী। তিনি ছাড়ার পর বিরাটদের হেড কোচ কে হবেন তা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জোর আলোচনা। এক সূত্রের খবর অনুযায়ী রবি শাস্ত্রীর পর ভারতের পরবর্তী কোচের দায়িত্ব গ্রহণের জন্য অনিল কুম্বলে , ভিভিএস লক্ষ্মণের কাছে অনুরোধ করতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।  চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই বিরাট কোহলিদের সঙ্গী রবি শাস্ত্রী। তেমনই ইঙ্গিত দিয়ে দিলেন টিম ইন্ডিয়ার হেডস্যর। শাস্ত্রী বলেন, “তেমনটাই মনে হচ্ছে। কারণ যা যা সাফল্য চেয়েছিলাম, সবটাই পাওয়া হয়ে গিয়েছে।” অর্থাৎ সরাসরি সরে দাঁড়ানোর কথা না বললেও সাম্প্রতিক গুঞ্জনেই যেন সিলমোহর দিয়ে দিলেন তিনি। দুই পর্ব মিলিয়ে প্রায় পাঁচ-ছয় বছর ভারতীয় কোচের পদে রয়েছেন শাস্ত্রী। যার মধ্যে টেস্টে দলকে এক নম্বরে পৌঁছে দিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে দু’বার এবং ইংল্যান্ডে টেস্ট জয়ের নজিরও গড়েছে দল। সেই শাস্ত্রীর সঙ্গেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে ভারতীয় বোর্ডের। গুঞ্জন ছিল, তারপর নিজে থেকেই সরে দাঁড়াতে চাইছেন শাস্ত্রী। যে কারণে ভিতর ভিতর নাকি নতুন কোচও খুঁজতে শুরু করে দিয়েছিল বিসিসিআই। আর এবার শাস্ত্রীর ইঙ্গিতে সেই জল্পনা আরও জোড়াল হল। আগেই শোনা গিয়েছিল, শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে বোর্ডের পছন্দের তালিকার উপরের দিকে রয়েছেন ভারতীয়রাই। তবে এবার নতুন করে উঠে এল অনিল কুম্বলের নাম। যিনি বিরাট কোহলির সঙ্গে মনোমালিন্যের জেরেই একসময় টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

ADVERTISEMENT

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হওয়ার ঠিক কিছুক্ষণ আগেই পাকিস্তান সফর বাতিল করে দিল নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও নিউজিল্যান্ড দলের মধ্যে তিনটি ওয়ানডে এবং লাহোরে ৫টি টি -টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এখন কিউই দলের খেলোয়াড়দের দেশে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতি দিয়েছে।  টুইট করে পাক বোর্ড জানিয়েছে, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছিল যে তাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে এবং একতরফা ভাবে সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পিসিবি এবং পাকিস্তান সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে। নিউজিল্যান্ড দলের সঙ্গে নিরাপত্তা কর্মকর্তারা পাকিস্তান সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট হয়েছেন। পিসিবি নির্ধারিত ম্যাচগুলো চালিয়ে যেতে প্রস্তুত। তবে শেষ মুহূর্তে সিরিজ স্থগিত হওয়ায় পাকিস্তান এবং বিশ্বের ক্রিকেটপ্রেমীরা হতাশ হবেন।” 

টুইটারে বাবর আজম হতাশা প্রকাশ করে লিখেছেন, “হঠাৎ করে সিরিজ স্থগিত হওয়ায় আমরা অত্যন্ত হতাশ। যা পাকিস্তানের কোটি কোটি ক্রিকেট ভক্তদের মুখে এই সিরিজ হাসি ফিরিয়ে আনতে পারত। আমাদের নিরাপত্তা সংস্থার ক্ষমতা এবং বিশ্বাসযোগ্যতার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তারা আমাদের গর্ব এবং সব সময়ই থাকবে! পাকিস্তান জিন্দাবাদ!”টুইটারে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন  লেখেন, “পাকিস্তান ক্রিকেটের জন্য এটা ভীষণই লজ্জার… এত দেরিতে সিদ্ধান্ত নেওয়ার ফলে গেম আর্থিক দিক থেকে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হবে.. আশা করি পাকিস্তানে আবার ক্রিকেট খেলার অনুমতি দেওয়ার জন্য নিরাপত্তাজনিত সমস্যাগুলির সমাধান করা যেতে পারে ..!!”

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait