মহাভারতীয় পর্ব - ১ (গরুড়ের উপাখ্যান)

মহাভারতীয় পর্ব - ১ (গরুড়ের উপাখ্যান)

মহর্ষি কশ্যপ এর কদ্রু ও বিনতা নামক দুই পত্নী ছিলেন। কদ্রুর গর্ভে নাগেদের ও বিনতার গর্ভে অরুণ ও গরুড়এর জন্ম হয়। নাগেরা তখন জন্ম নিয়ে নিয়েছিল। কিন্তু বিনতা দুটি ডিম প্রসব করেছিলেন। মহর্ষি কশ্যপ আদেশ দিয়েছিলেন যেন হাজার বছরের আগে ডিমগুলিকে কোনভাবেই ভাঙ্গা না হয়। চরম অনর্থ হবে তা হলে। অরুণ ও গরুড় এর জন্মের পূর্বে একদিন কদ্রু ও বিনতার মধ্যে দেবরাজ ইন্দ্রের বাহন একটি ঘোড়া কে নিয়ে তর্ক হয়। কদ্রু বলেন ঘোড়া টির সারা দেহ সাদা কিন্তু লেজ টি কালো। কিন্তু বিনতা বলেন যে ঘোড়াটির সারা দেহ সাদা এমনকি লেজ ও। তখন কদ্রু বলেন যে এই বাজির শর্ত হল যে জিতবে অপরজন তার দাসী হয়ে থাকবে হাজার বছর। বিনতা জানতেন তিনিই জিতবেন। অতএব তিনি বাজির শর্তে রাজি হয়ে যান।

এরপর কদ্রু একদিন চুপিসারে গিয়ে দেখে আসেন যে ইন্দ্রের ঘোড়ার রং প্রকৃতপক্ষে সাদা। তিনি হেরে যাওয়ার চিন্তায় তাঁর পুত্র ওই সাপেদের সাহায্য চান। তিনি তাদের আদেশ দেন ওই ঘোড়ার লেজে ঝুলে থাকতে যাতে লেজ্টিকে কালো দেখায়। কতগুলি সাপ রাজি হয়,কদ্রু তাদের আশীর্বাদ দেন। কতগুলি সাপ রাজি হয় না। কদ্রু তাদের এই বলে অভিশাপ দেন যে তারা জন্মেজয় রাজার যজ্ঞাগ্নি তে পুড়ে মারা যাবে।

ADVERTISEMENT

যথাকালে বাজি লড়ার দিন আসে। কদ্রু জিতে যান। প্রতিযোগীতার শর্ত অনুযায়ী বিনতা হাজার বছরের জন্য কদ্রুর দাসী তে পরিণত হন। তিনি দাসীর কাজ করতে থাকেন আর ভাবতে থাকেন ডিম ফুটে তাঁর সন্তান আসলে তাঁর দাসত্ব ঘুচবে। তিনি পাঁচশ বছর পর আর অপেক্ষা করতে না পেরে একটি ডিম ভেঙ্গে ফেলেন। তার মধ্যে থেকে একটি পাখি বেরোয় যার শরীরের গঠন তখনও সম্পূর্ণ হয় নি। তিনি হলেন সূর্যদেবের সারথি অরুণ। তিনি মাকে ভর্ত্সনা করেন তাঁকে অসময়ে নিয়ে আসার জন্য এবং সূর্যদেবের কাছে চলে যান। তিনি আরও বলে যান যে বাকি একটি ডিম যেন তাঁর মা ভেঙ্গে না ফেলেন। কারন ওর মধ্যে থেকে বিনতার মহাশক্তিশালী এক পুত্র জন্ম নেবে যে বিনতার দাসত্ব ঘোচাবে।

এর পাঁচশ বছর পর ওই ডিম টি থেকে গরুড় এর জন্ম হয়। তিনি বড় হয়ে মাকে এই দাসত্বের কথা জিজ্ঞাসা করলে তার মা তাঁকে পুরো ঘটনা বলেন। সেই গরুড় তখন তাঁর সাপ ভাইদের এবং বিমাতা কদ্রুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কি করলে তাঁরা বিনতা কে এই দাসত্ব থেকে মুক্তি দেবেন। সাপেরা দেখল এই সুযোগ। তারা বলল স্বর্গ থেকে যদি আমাদের অমৃত এনে দিতে পারো তবে আমরা তোমার মাকে মুক্তি দেব। এরপর গরুড় চললেন স্বর্গলোকে।

এরপর কি হল ? জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য ।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait