পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ দেওয়াই লক্ষ্য মেসির, প্রথম দিনেই ঘোষণা লিওর

পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ দেওয়াই লক্ষ্য মেসির, প্রথম দিনেই ঘোষণা লিওর

স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপা কখনও জেতেনি প্যারিস সাঁ জাঁ । নেইমার , এমবাপে , ডি মারিয়ারা খেললেও চ্যাম্পিয়ন্স লিগ এখনও অধরা। মেসিকে আঁকড়ে সেই অধরা স্বপ্নই পূরণ করতে চায় পিএসজি । আর্জেন্টাইন সুপারস্টারও পিএসজি-র ৩০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে জানিয়ে দিলেন, ‘এই জন্যই এখানে এসেছি। পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ দেওয়াই আমার প্রধান লক্ষ্য।’ ক্লাব ফুটবলে সব স্বপ্নই পূরণ হয়েছে লিওনেল মেসির । বার্সেলোনার হয়ে জিতেছেন সমস্ত ট্রফি। কেরিয়ারে ৬টা ব্যালন ডি’ওর পেয়েছেন। বার্সার জার্সিতে যেমন নিজে সব সম্মান পেয়েছেন, তেমনই বার্সাকে দিয়েছেন ক্লাব ফুটবলের সমস্ত ট্রফি। ৩৪-এর মেসি এ বার দল পাল্টে পিএসজি-তে । জীবনে (সিনিয়র ফুটবল) প্রথম বার জার্সি পাল্টালেন মেসি। খেলবেন প্যারিস সাঁ জাঁ-র হয়ে। মেসিকে বরণ করে নিতে গতকাল প্যারিসে কয়েক হাজার ফুটবল অনুরাগীর জমায়েত হয়েছিল। মেসিকে ঘিরে অনেক স্বপ্ন দেখা শুরু ফ্রান্সের ফুটবল ক্লাবের। পিএসজিতে সই করলেও কবে সেই জার্সিতে অভিষেক হবে, সেই বিষয়ে নিশ্চয়তা দিতে পারলেন না তিনি। মেসি বলেন, ‘কোপা আমেরিকা জেতার পর অনেক দিন ছুটিতে ছিলাম। ফুটবলের সঙ্গে এক মাস কোনও সম্পর্ক ছিল না। প্রাক মরসুম প্রস্তুতিতে আমাকে ম্যাচ ফিট হতে হবে। আশা করি, দ্রুত অভিষেক হবে আমার। তবে দিনক্ষণ জানাতে পারব না, কারণ সেটা কোচের হাতে।’ আর্জেন্টিনার রাজকুমার আরও বলেন, ‘আমি বার্সেলোনার কাছে চির কৃতজ্ঞ। আমি যখন ওখানে সই করেছিলাম, তখন বালক ছিলাম। অনেক ভালো-মন্দ সময় কাটিয়েছি সেখানে। বার্সার সমর্থকরা জানেন, আমি এমন একটা ক্লাবে সই করেছি যাদের চ্যাম্পিয়ন্স লিগ দরকার।আমি জিততে ভালোবাসি, আর এখানে সেটাই করতে চাই।’

ADVERTISEMENT

উল্লেখ্য প্যারিসের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরেই তিনি ক্লাবে পা রাখেন। এর পর চলে ছবি তোলার পালা। ক্লাবের টুইটার হ্যান্ডলে সেই ছবি শেয়ারও করা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, বছরে ৩৫ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৬১০ কোটি টাকা)-তে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। নেমারকেও বছরে ৩৫ মিলিয়ন পারিশ্রমিক দেয় পিএসজি। নতুন ক্লাবের হয়ে ৩০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই চুক্তির মেয়াদ দু’বছর হলেও, মেসি ও ক্লাব কর্তারা চাইলে এই সম্পর্কের মেয়াদ বাড়তে পারে। ক্লাবের তরফে এমনটাই জানানো হয়েছে। বার্সেলোনায় ১০ নম্বর জার্সি ও ‘এল এম টেন’ যেন সমার্থক ছিল। নেমারের ক্লাবে তাঁর আসা নিয়ে আলোচনা শুরু হতেই ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন— মেসি কত নম্বর জার্সি পরে নতুন ক্লাবের অভিযান শুরু করবেন? অবশেষে মিলল উত্তর, ৩০। নতুন ইনিংস শুরু করার আগে মেসি বলেন, “প্যারিস সঁ জঁ-তে নতুন ভাবে সব কিছু শুরু করতে চাই। পেশাদার ফুটবলার হিসেবে আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে। আশা করি, নতুন দলকে আলাদা উচ্চতায় নিয়ে যেতে পারব। এ বারের দলটাও বেশ ভাল হয়েছে। সতীর্থদের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।”


 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait