ডারহামেই শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ফেবারিট ইংরেজরাই !

ডারহামেই শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ফেবারিট ইংরেজরাই !

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের যন্ত্রণা এখনও তাড়া করে বেড়াচ্ছে বিরাটদের। তারই মধ্যে আবার শুরু হতে চলেছে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। ইংরেজদের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ফের বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে জায়গা করতে হলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতের ভালো ভাবে শুরু ক‍রাটা খুবই প্রয়োজন বলেই মনে করেন প্রাক্তন অজি স্পিনার ব্রাড হগ। তার বক্তব্য সিরিজের শুরুটা ভালো ভাবে না করতে পারলে মারাত্মক সমস‍্যার সন্মুখীন হতে পারে বিরাটদের। ১৯ টা ম‍্যাচ খেলবে ভারত। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে জায়গা করে নিতে ১৩ টা ম‍্যাচ জেতা আবশ্যক। দেশের মাঠে তাদের জয় পাওয়ার ক্ষেত্রে কোনও রকম বাঁধা সৃষ্টি না হলেও ইংল্যান্ডের মাঠে বিরাটদের মারাত্মক প্রতিকূলতার মুখোমুখি হতে হবে বলেই আশঙ্কা প্রকাশ ক‍রেছেন তিনি।

ADVERTISEMENT

চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়া ক্রিকেটারদের পরিবর্ত ক্রিকেটার হিসেবে দলে সুযোগ হয়েছে পৃথ্বী, সূর্যের। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালের পর'ই শিনবোনে মারাত্মক চোট পান ভারতের ওপেনার শুভমান গিল, এরপর আভেশ খান এবং ওয়াশিংটন সুন্দর প্রাক্টিস ম‍্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে যান সিরিজ থেকে। ইউকে'তে প্রবেশ করার পর ১০ দিনের জন্য কোয়ারিন্টিনে যাবে পৃথ্বী, সূর্য। এর ফলে সিরিজের প্রথম দুই টেস্ট ম‍্যাচে কোনও রকম ভাবেই খেলার সম্ভাবনা নেই তাদের। আগামী ৪ ই আগষ্ট থেকে নটিংহ‍্যামে শুরু হতে চলেছে ইংল্যান্ড- ভারতের মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচ। শনিবার নটিংহ‍্যামে উপস্থিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। খারাপ আবহাওয়া'র জেরে শুক্রবার ডারহ‍্যামে বাতিল হয়েছিলো বিরাটদের প্রাক্টিস। তবে অজি স্পিনার ব্রাড হগের মতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফেবারিট ইংরেজরাই।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait