গুগল ২০২১ সার্চ ট্রেন্ডের শীর্ষে  'শেরশাহ', দ্বিতীয় স্থানে সলমন অভিনীত 'রাধে'

গুগল ২০২১ সার্চ ট্রেন্ডের শীর্ষে 'শেরশাহ', দ্বিতীয় স্থানে সলমন অভিনীত 'রাধে'

বিনোদন ডেস্ক: করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল প্রেক্ষাগৃহ গুলি। পরবর্তীতে কিছু হল খুললেও কোভিডের দ্বিতীয় ঢেউয়ে তা পুনরায় বন্ধ হয়ে যায়। ছবি মুক্তির ক্ষেত্রে একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় 'ওভার দ্য টপ' প্লাটফর্মগুলি। বিনোদনের দুনিয়ায় মানুষের ঘরে ঘরে পৌছে যায় নেটফ্লিক্স, অ্যামাজনের মত ওটিটি। সিনেমাহল বন্ধ থাকায় ওই সময়ে বলিউডের বহু ছবিই অনলাইনে মুক্তি পেয়েছে। ইতিমধ্যে খুলে গিয়েছে সিনেমা হলগুলিও। আর তাতেই শুরু হয়েছে নতুন লড়াই। ওটিটি বনাম থিয়েটারের লড়াই এখন ট্রেন্ডিংয়ে। 

মহারাষ্ট্রে সিনেমাহল খোলার পর ব্লকবাস্টার হয়েছে রোহিত শেট্টির 'সূর্যবংশী'। দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি 'সূর্যবংশী' হাসি ফোটায় হল মালিকদের মুখে। এছাড়াও দুটি ক্যামিও চরিত্রে দেখা যায় অজয় দেবগন ও রণবীর সিংকে। কঠিন পরিস্থিতিতেও সিনেমাহলে দর্শককে টেনে নিয়ে আসতে সক্ষম হয়েছে ছবিটি। আবার ব্যাবসায়িক সাফল্য পায়নি সলমন অভিনীত 'অন্তিম' বা রানি মুখোপাধ্যায়, সইফ আলি খান অভিনীত 'বান্টি অউর বাবলি' ছবিটি। অন্যদিকে ওটিটির দুনিয়ায় চর্চার শিরোনামে সিদ্ধার্থ মালহোত্র কিয়ারা আদবানী অভিনীত 'শেরশাহ' ছবিটি। কার্গিল যুদ্ধের শহিদ পরমবীরচক্র পুরস্কার প্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী অনুসারে তৈরি ছবিটিত প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। চর্চায় ছিল সুজয় ঘোষ পরিচালিত 'সর্দার উধম' ছবিটিও। 

ADVERTISEMENT

এসবের মাঝেই প্রকাশিত হল ২০২১ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হিন্দি ছবির তালিকা। গুগল ২০২১ সার্চ ট্রেন্ডের শীর্ষে নাম রয়েছে অ্যামাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত ছবি 'শেরশাহ'। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়লেও গুগলে সার্চ করা হিন্দি ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জি ফাইভে মুক্তিপ্রাপ্ত সলমন অভিনীত 'রাধে' ছবিটি। কোরিয়ান ছবি 'আউটলজ' এর রিমেক ছিল 'রাধে' ছবিটি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অক্ষয় কুমার অভিনীত 'বেলবটম' ছবি। সিনেমাহলে ব্লকবাস্টার হলেও 'সূর্যবংশী' এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait