কবিতা : তামাদি হয়নি যে ভালোবাসা

কবিতা : তামাদি হয়নি যে ভালোবাসা


জীবনের যত আনন্দ জমা আছে এ্যাকাউন্টে-
তামাদি হয়নি আজও,
যত ভালবাসা ফুরিয়ে যায়নি
বাসি ফুলের গন্ধে মেখে গায়ে
তার সবটুকু এসো আজ
নিঃশেষে খরচ করি এই অবেলায়!
ডে-ইন, ডে-আউট, মনোটোনাস
অভ্যেস ছেড়ে
প্রতিযোগিতার কামড়াকামড়ি পেছনে ফেলে
চলো হারিয়ে যাই কিছুটা সময়!
নিজের জাগতিক উন্নতির জন্য
এই স্পেস এজ’এ আর কতটুকুই বা
ধরে রাখা যায়?
তাই চলো, ভারশূন্য রাখি আমাদের মন।
যে প্রাপ্তির মান ও ওজন জানা নেই
তার দাম তো অনেক জীবনে;
আজ তাই, হিসেবের হাজার দিনের মধ্যে
এই একটি দিনকে দামি করে রাখি
এসো সব হিসেবের বাইরে!
মোড়ক খোলা আইস্ক্রিমের মতো
দ্রুত এসো চেটে পুটে খরচ করি সব ভালোবাসা,
আঁজলা বেয়ে গলে পড়ার আগে-ধূলোমলিন পথে।
আমাদের গন্তব্য হয়ত ভিন্ন,
কিন্তু পথ তো ভিন্ন নয়;
এই দীর্ঘ শীতল পথের মাঝমাঝি এসে,
উষ্ণ আশ্রয়ে জিরিয়ে নেই চলো,
কিছুটা সময়।
আমাদের এ্যাকাউন্টে জমানো সব ভালোবাসা
যা তামাদি হয়নি আজও,
এসো ভাগাভাগি করে খরচ করি
এই গোধূলিতে।

ADVERTISEMENT

0 comments

Saurav Chakraborty

Saurav Chakraborty

Shared publicly - 27th Apr, 21 11:45 pm

দুর্দান্ত

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait