মানবতার জয়

মানবতার জয়

একটা দিন, মাত্র কয়েক ঘণ্টা,
ঘুমকে দিয়েছে উড়িয়ে;
দুচোখে জায়গা করে নিয়েছে
জলে ভাসা গাড়ির ছবি,
কোন শত্রু ছাড়াই
অঘোষিত মানুষের আতঙ্ক
যেদিকেই তাকাই
শুধু মানুষের হাহাকার আর
আর্তনাদ;
একরাশ দুঃখের ছবি,
ঘুম না হওয়া বিষন্নতার ছাপ আর
মানুষ অসহায় ; অন্যদিকে পরিষেবা দেওয়া মানুষ গুলোর

অনাহারে দিন কাটানোর প্রাত্যহিক অভ্যাস।
পোশাকে নেই চাকচিক্য,
খাবার  নয় নিশ্চিত,
শিক্ষাগ্রহনে নেই বাধ্য বাধকতা,
মন আজ বিষাক্ত।
শরীর জুড়ে একটা ভয় ,
করোনা নামক ভাইরাস ;
বদ্ধ পরিবেশ আমাদের জন্য
তবু বেঁচে আছি ;
দেখছি শুধু —
অপরাজেয় মানসিকতাধারী একদল জনতা ;
জয় হোক মানবতার।

ADVERTISEMENT

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait