পরিবেশ রক্ষা

পরিবেশ রক্ষা

বটবৃক্ষ ঘেরা ঝিল পাড়ে

 অফুরন্ত পাতা আর শাখা।

কত ছোট প্রাণী, ছত্রাক, পাখি

        মিলে-মিশে একসাথে থাকা।

বলে শোনো,  এই সবুজ বনানী;

তোমাদের মাতৃ দুগ্ধ সম

খাদ্য আর শুদ্ধ বাতাস

     যোগাই যে আমি, সে কথা কখনও ভাবনি।

তারে তুমি অবহেলা করে,

    কুঠারের হাতে ছিন্ন করো মূল,

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

কুচক্রী ব্যবসায়ী সাথে

যুক্ত হয়ে, ক্ষুদ্র লালসায় –

উন্নতির কথা বলো

            উন্মুক্ত সভায় –

লজ্জা, ঘৃণা, চেতনা, বিসর্জন দিয়ে,

   সাধারণ  জনমাঝে, শিক্ষিত হয়ে।

বোঝোনা সহজ কথা,

   অবোধ  বালকের মত খেলা করো,

আগামী  ভবিষ্যৎ নিয়ে

   কর সেই ক্ষমাহীন ভুল।

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait