প্রথম টি-২০ তে ব্যাটিং বিপর্যয় শ্রীলঙ্কার, ৩৮ রানে জয়ী ভারত

প্রথম টি-২০ তে ব্যাটিং বিপর্যয় শ্রীলঙ্কার, ৩৮ রানে জয়ী ভারত

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয়ী টিম ইন্ডিয়া। এদিন কলম্বোয় টস জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং এ নেমে ডেভিউ টি-২০ তে ১ বলে ০ রানে ফিরে গেলেন পৃথ্বী শ। তবে লড়াই করলেন অধিনায়ক শিখর ধাওয়ান। ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলে ফিরে যান গব্বর। ধাওয়ানের পর দলের হয়ে দুরন্ত ব্যাটিং সূর্যকুমার যাদবের। করলেন ৩৪ বলে ৫০ রান। সূর্যকুমার ইনিংসে ছিল ৫ টি চার ও ২ টি ছয়। তবে খুব একটা নজর কাড়তে পারলেন না হার্দিক, ইশান, ক্রনালরা। ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তোলে টিম ইন্ডিয়া। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ আক্রমণাত্বক ভাবেই করে শ্রীলঙ্কা। আবিষ্কা ফার্নাদো করেন ২৩ বলে ২৬ রান। কিন্তু কয়েক ওভারের মধ্যেই শ্রীলঙ্কার ইনিংসে পর-পর তিন উইকেট তুলে নেয় ভারতীয় বোলাররা। ফলে কার্যত চাপের মুখে পড়ে যায় শ্রীলঙ্কা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কা ব্যাটসম্যানরা। উল্লেখ্য এদিন পৃথ্বী শ-এর পাশাপাশি এদিন টি-২০ তে ডেভিউ হল টিম ইন্ডিয়ার রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীর। যদিও প্রথম ম্যাচে বল হাতে খুব একটা সফল নন বরুণ। অন্যদিকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সহজেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। খুব একটা বড় রান করতে পারেন নি কেউই। এদিন অসাধারণ বোলিং উপহার দিলেন ভুবণেশ্বর কুমার ও দীপক চাহার। ভুবণেশ্বর ৪ টি ও চাহার ২ উইকেট তুলে নেন। মাত্র ১২৬ রানেই ইনিংসের সমাপ্তি হয় শ্রীলঙ্কার। ৩৮ রানে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। 

ADVERTISEMENT
Swades Times Book

অন্যদিকে আজই ঘোষিত হয়ে গেল আইপিএলে চলতি বছরের বাকি থাকা ৩১ টি ম্যাচের ক্রীড়াসূচি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল-এর দ্বিতীয় পর্ব। এই পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল-এর দ্বিতীয় দফার সূচি ঘোষণা করেছে। শারজা, আবু ধাবি ও দুবাই, এই তিন শহরে ম্যাচগুলি হবে। দ্বিতীয় দফায় আয়োজিত হবে ৩১টি ম্যাচ। এর মধ্যে ১৩টি ম্যাচ দুবাইতে আয়োজন করা হবে। ফাইনাল হবে ১৫ অক্টোবর।  

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait