মনকথা

মনকথা

একদিন ঘুম ভেঙে দেখবে তোমার ভেতরটা পাখির পালকের মত হালকা হয়ে গেছে। তোমার চারপাশ তোমায় আর পীড়া দিচ্ছে না। তোমার পারা না পারার খতিয়ান, তোমার অক্ষমতাকে নিয়ে বিদ্রুপ, তোমায় শুধু একটা সম্পর্কে বেঁধে তার দায় দায়িত্ব পালন করার যান্ত্রিক নিয়ম মনে করা মানুষগুলো ঝাপসা হয়ে গেছে ক্রমশঃ তোমার পরিবৃত্তে। তাদের চোখ রাঙানি, তাদের প্রতি উচিত কর্তব্য তুমি সহজেই হাওয়ায় উড়িয়ে দিতে পারছো।

তবে কী তুমি মৃত হলে, আত্মা তোমায় ছেড়ে গেল! এই সাধের শরীর তুমি আর বহন করছো না!! না, তুমি আজ থেকে প্রকৃত জীবিত হলে। তুমি শুধু তোমার নিজের হলে। তোমার জীবন তোমার হলো এতদিনে। শুধু উদর চরিতার্থের জন্য, আর প্রশংসা পাওয়ার যে লোভ তোমার আস্তিন জুড়ে ছিল, তুমি তার সত্যাসত্য বুঝলে।

তোমার জীবনের নদীতে নাহয় তুমি একাই সাঁতার কাটলে। ডুবলে, খানিক জল খেলে, হাঁচর পাচর করে বাঁচার চেষ্টা করলে। ভেসে গেলে স্রোতের টানে বহুদূর। কিন্তু তোমার কোনো আফসোস রইলো না। কেউ তোমায় ধাক্কা দিয়ে ফেলে দেয়নি। কেউ তোমাকে বাধ্য করেনি জোর করে অবগাহন করতে।

জীবন ও এমনই। তোমার ভালো, তোমার ভদ্রতা ,সে তো তোমার দুর্বলতা। ফেরিওয়ালার মত যে তোমার ভরসা বেচে ফেরে রোজ, কী রেখেছো তার জন্য! এক মুখ বিবমিষা! সেও কী বেশি নয়!

আর কারুর জন্য বদলিও না, কেউ তো তোমার জন্য বদলায় নি। তোমায় আপাদমস্তক বদলে দিয়ে তোমার হীনমন্যতা কে চাগার দিয়ে বাড়িয়ে দিয়েছে। তুমি সেই হীন মনকেও মান্যতা দাও। ওই জন্যই ত তুমি ঘুরে দাঁড়ালে। নাহলে ছোঁয়াছুঁয়ির কাঁটা তারের বেড়ায় তোমার শরীর মন রোজ ছড়ে যেত। নিয়ম নিষ্ঠা তোমায় আঙ্গুল তুলে শাসিয়ে যেত রোজ।

ADVERTISEMENT

এখন তোমার এই কেয়ার করিনা, হাব ভাব তোমায় আরো সুন্দর করে তুলবে। ফর্সা কালো, লম্বা বেঁটে, রোগা মোটার সৌন্দর্য না। আকাশের নীলের মত সুন্দর, আর সমুদ্রের নোনা জলের মত মোহময়ী হবে তুমিও। তোমার পাশে একটা বলয় তৈরি হবে। যার ভেতরে আর বাইরে শুধু তোমার যাতায়াত।

 

0 comments

Illora Chattopadhyay

Illora Chattopadhyay

জন্মসূত্রে বড় হওয়া উত্তরপাড়ায়। সংস্কৃত সাহিত্যে এম.এ পাশ করার পর ১৫ বছর হুগলী জেলার একটি গ্রামীন আধাসরকারি স্কুলে শিক্ষকতা । সংস্কৃত নিয়ে পড়াশোনা করলেও প্রিয় বিষয় বাংলা। বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা চিরকালীন। মাঝে কিছুদিন পত্র পত্রিকায় বইয়ের রিভিউ লেখা। তারপর দীর্ঘদিনের বিরতি। প্রাণের টানে আবারও ফিরে আসা সাহিত্যের প্রাঙ্গণে। তবে এবারে শুধু আর পুস্তক আলোচনা নয়, তার সঙ্গে মৌলিক লেখালেখির শুরু। মূলত সোশাল মিডিয়ায়। তারপর থেকে বিভিন্ন ওয়েবম্যাগ, কাগজের পত্রপত্রিকাতে নিয়মিত লিখে চলা।যদিও নিজেকে লেখক নয়, পাঠক মনে করতেই স্বচ্ছন্দ বোধ করি।

FOLLOW

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait