রোদে পুড়ে যাচ্ছেন! রাতারাতি উজ্জ্বল হবে ত্বক, ব্যবহার করুন রান্নাঘরে থাকা এই জিনিস গুলি

রোদে পুড়ে যাচ্ছেন! রাতারাতি উজ্জ্বল হবে ত্বক, ব্যবহার করুন রান্নাঘরে থাকা এই জিনিস গুলি

একে তো গ্রীষ্মকাল তার উপর এই রোদ। পুড়ে যাচ্ছে ত্বক। চোখের নীচে পড়ছে  বলিরেখা। চামড়া যেন দিন দিন জেল্লা হারাচ্ছে। ব্যস, আর আপনি এটাতেই ছুটলেন বিউটি পার্লারে। প্রচুর টাকা খরচ করেও, লাভ হল না কিছু। বরং কেমিক্যালের কারণে ত্বকের সমস্যা আরও বাড়ল। রূপ বিশেষজ্ঞরা বলছেন, আপনার রান্নাঘরেই রয়েছে এমন অনেক কিছু যা দিয়ে খুব সহজেই রূপচর্চা করতে পারেন। বিশেষ করে রোজকার রূপটানে রাখুন চিনি। ত্বকের নানাবিধ সমস্যা দূর করতে চিনি কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। 

 

কি ভাবে করবেন জেনে নিন ঃ-

 

 

১) কফি পাউডারের সঙ্গে কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে নিন। তার মধ্যে অল্প মধু ঢেলে ভাল করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সেটা মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন আপনার মুখের বলিরেখা দূর হচ্ছে। আর এই ফেসপ্যাক দারুণ কাজ করবে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে। 
 

ADVERTISEMENT

 

২) ব্রণর সমস্যায় ভুগছেন? গ্রিন টি পাতার সঙ্গে চিনি মিশিয়ে নিন। এর মধ্যে কিছুটা অলিভ ওয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে অন্তত তিনদিন এটি করলে ব্রণর সমস্যার দূর হবে।

 

 

৩) এক টেবিল চামচ হলুদ গুঁড়োতে এক চা চামচ চিনি যোগ করুন। এতে এক চা চামচ মধু দিয়ে ভালভাবে মেশান। এবার এটি পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কাজ করবে এই ফেসপ্যাক।

 

 

৪) একটি টমেটো অর্ধেক কেটে তার ওপর এক চা চামচ চিনি ছড়িয়ে দিন। এবার এটা দিয়ে ধীরে ধীরে পুরো মুখে ঘষতে থাকুন। কিছুক্ষণ স্ক্রাব করার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপরে মুখে ময়েশ্চারাইজার লাগান।

 

৫) এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ চিনি যোগ করুন। ভাল করে মিশিয়ে পুরো মুখে লাগান। ২০-৩০ মিনিট রেখে শুকিয়ে নিন এবং তারপর জল দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন। রোদের পোড়া ভাব দূর করতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait