অ্যাসেজে করোনার হানা, টেস্ট জয়ের সামনে অজিরা

অ্যাসেজে করোনার হানা, টেস্ট জয়ের সামনে অজিরা

স্পোর্টস ডেস্ক: করোনা (COVID19) সংক্রমিতের কাছে আসার কারণে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স খেলতে পারেননি দ্বিতীয় টেস্ট। তিন দিনের আইসোলেশন শেষ হয়ে গিয়েছে তাঁর। পরের টেস্টে টিমে ফিরবেন। তার আগে কিন্তু করোনা ক্রমশ ডালপালা মেলছে অ্যাসেজে। যা খবর, তাতে অ্যাসেজ কভার করতে আসা সাংবাদিকদের কয়েক জন করোনা আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, সম্প্রচারের দায়িত্বে থাকা টিমেরও দু-একজনের কোভিড ধরা পড়েছে। আর তাতেই চাপ বাড়ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের। সেই সঙ্গে সতর্কতাও বাড়ানো হচ্ছে। ক্রিকেটারদের সুরক্ষিত রাখার ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে নারাজ সিএ। শুধু তাই নয়, বায়ো বাবল আরও কড়া হতে পারে দুই টিমের। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনের টুইটারেই জানা যাচ্ছে পুরো পরিস্থিতি। কেপি লিখেছেন, ‘প্রেস বক্সে কোভিড ঢুকে পড়েছে। ব্রডকাস্টিং টিমেও কোভিড ঢুকেছে। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন তো ইতিমধ্যেই করোনার ধাক্কা সামলেছে। আমি খুব অবাক হব, যদি অ্যাসেজ শেষ হয়!’

ADVERTISEMENT

 

অন্যদিকে পঞ্চম দিন রুটদের সামনে টার্গেট ৯০.৪ ওভারে ৩৮৬ রান তোলা। আর অজিদের ম্যাচ জিততে চাই আর ছয় উইকেট। স্টার্ক-রিচার্ডসনদের দাপটে ফের এক বার চতুর্থ দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। গাব্বা টেস্টের পর অ্যাডিলেড টেস্টও হাত থেকে প্রায় ফস্কাতে চলেছে রুটব্রিগেড। তৃতীয় দিনের শেষে ব্যাট হাতে নেমে পড়েছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিন ৯ উইকেটের বিনিময়ে ২৩০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন স্টিভ স্মিথ। রুটদের সামনে সেই সময় টার্গেট ঝুলছিল ৪৬৮ রানের। দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসের মতোই ধাক্কা দিতে শুরু করে দিল নাথান লিঁয়রা। স্কোরবোর্ডে যখন মাত্র ৪ রান প্রথম উইকেট হারিয়ে বসে রুটরা। ওপেনার হাসিব হামিদকে ফেরান ঝাই রিচার্ডসন। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন হামিদ। ররি বার্নস ও দাভিদ মালান জুটিতে খানিকটা টানতে থাকে ইংল্যান্ডকে। মিচেল নাসের দ্বিতীয় ধাক্কা দেন ইংল্যান্ডকে। ২০ রান করে সাজঘরে ফেরেন মালান। 

 

রিচার্ডসনদের দাপটে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি বার্নসও। ৩৪ রানের মাথায় রিচার্ডসন অজিদের তৃতীয় সাফল্য এনে দেন। জো রুট ও বেন স্টোকস জুটিতে এগোতে থাকে ইংল্যান্ড। কিন্তু চতুর্থ দিনের শেষে রুটের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে বড় সড় ধাক্কা দেন মিচেল স্টার্করা। অধিনায়কোচিত ইনিংস খেলতে পারলেন না রুট। ২৪ রানের মাথায় সাজঘরে ফিরলেন তিনি। দিনের শেষে রুটের উইকেটটা বড় প্রাপ্তি অজিদের। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮২। অ্যাডিলেড টেস্টের শেষ দিন ইংল্যান্ডের টার্গেট ৩৮৬ রান অন্যদিকে স্টার্ক-রিচার্ডসনদের নজর আর ছ’টি উইকেটে।

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait