নিজের চরিত্রে রণবীরে মুগ্ধ কপিল, সফর শুরু শেট্টির ছেলে আহানের

নিজের চরিত্রে রণবীরে মুগ্ধ কপিল, সফর শুরু শেট্টির ছেলে আহানের

বিনোদন ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ‘৮৩’ ছবির ট্রেলার। সেখানে কপিল দেবের ভূমিকায় রণবীর সিংকে। সেই সঙ্গে দেখা মিলেছে পর্দার রোমি দেবের। ছবিতে কপিলের স্ত্রীর ভূমিকায় রয়েছে দীপিকা পাড়ুকোন। এবার সেই নিয়ে মুখ খুললেন স্বয়ং কপিল।  ট্রেলারে দীপিকাকে দেখে তাঁর পরিবারের সদস্যের প্রতিক্রিয়া সম্পর্কে জানাতে গিয়ে কপিল বলেছেন, ”আমার ধারণা সকলেরই একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আসলে এখনও জানি না ছবিতে আমার স্ত্রীর চরিত্রটির ভূমিকা ঠিক কী। তাই এখনই কারও পক্ষে বোঝা সম্ভব নয় ওরা ঠিক কী দেখিয়েছে।” তবে কপিলবেশী রণবীরকে দেখে মুগ্ধতা লুকিয়ে রাখেননি ১৯৮৩ সালের একদিনের ক্রিকেটের বিশ্বজয়ী ভারত অধিনায়ক। রণবীরের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে তাঁকে। এদিকে কপিল ও তাঁর স্ত্রী রোমি দেবের অতিথিবৎসল মনোভাবের তুমুল প্রশংসা শোনা গিয়েছে পরিচালক কবীর ও অভিনেতা রণবীরের মুখে। কবীরের কথায়, ”অনেকেই বলে আমাদের বাড়িতে এসো। দরজা সব সময় খোলা। কিন্তু মুখে বললেও সেটা কেউ সিরিয়াসলি নেয় না। কিন্তু কপিলদের কথা আলাদা। দেব দম্পতি অতিথি আপ্য়ায়নে অসাধারণ।”  ছবিটি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ২৪ ডিসেম্বর। শুধু হিন্দি নয়, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালম ভাষায় মুক্তি পাবে এই ছবি। টিজার ও তার কয়েকদিনের মধ্যে মুক্তি পাওয়া ট্রেলার ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে। ছবিতে রণবীরকে দেখে সেই যুবক কপিলকে খুঁজে পেয়েছেন অনেকেই।

ADVERTISEMENT

অন্যদিকে লিউড সফর শুরু করলেন সুনীল শেট্টির ছেলে আহান।  ছেলের ডেবিউর দায়িত্ব পরিচালক বন্ধু মিলন লুথরিয়াকে দিয়েছেন। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা। কোনও পরীক্ষা-নিরীক্ষায় যাননি মিলন ও সাজিদ। রিমেকের চেনা ছকে হেঁটেছেন পরিচালক। তেলুগু ছবি ‘আর এক্স ১০০’-এর আদলে তৈরি করেছেন ‘তড়প’। ছবিতে ইশানার চরিত্রে অভিনয় করেছেন আহান। বিধায়কের মেয়ে রামিশার প্রেমে পড়ে ইশানা। তারপর যা হওয়ার তাই-ই হয়। রামিশার (তারা সুতারিয়া) অন্যত্র বিয়ে হয়ে যায়। আর ইশানা ‘দেবদাস’ হয়ে ঘুরে বেড়াতে থাকে। বিয়ের তিন বছর পর বাপের বাড়ি ফিরে আসে রামিশা। হারানো প্রেম ফিরে পাওয়ার আশায় উৎফুল্ল হয়ে ওঠে ইশানা। কিন্তু ভাগ্য তার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছে। আখেরে কী হয়, তা অনেকেরই জানা। কারণ তেলুগু ছবিটি এখনও পর্যন্ত ইউটিউবে স্বমহিমায় রয়েছে। 

‘তড়প’ ছবির ক্ষেত্রে খুব একটা হেরফের হয়নি। আহান শেট্টি অ্যাকশন দৃশ্যে মন্দ নন। আবেগের দৃশ্যগুলিতেও উতরে গিয়েছেন। তবে রোমান্টিক দৃশ্যে নবাগত অভিনেতাকে দুর্বল লেগেছে। কিছু জায়গায় গানের লিপও মেলাতে পারেননি। তারা সুতারিয়ার অভিনয় ভাল লাগে। এর জন্য নিজের সৌন্দর্যকে সুন্দরভাবে ব্যবহার করেছেন অভিনেত্রী। কুমুদ মিশ্র ও সুমিত গুলাটি ভালভাবেই নিজেদের ভূমিকা পালন করেছেন। তবে এ ছবির আসল নায়ক সৌরভ শুক্লা। ইশানার ‘ড্যাডি’র চরিত্রে তাঁকে দেখেই মন ভরে গিয়েছে। এমনকী প্রথম দৃশ্যে তাঁর এন্ট্রিই যেন বেশি গ্ল্যামারাস মনে হয়েছে। ছবির গল্প নিয়ে নতুন করে কিছু বলার নেই। পরিচালক মিলন লুথরিয়া এক্কেবারেই গতে বাঁধা পথে হেঁটেছেন। তবুও এ সিনেমা দেখতে মন্দ লাগেনি। কারণ গল্পের ভিত বাস্তব। আর বাস্তব কখনও একঘেয়ে হয় না।

 

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait