ইস্টবেঙ্গল কর্তাদের পাশেই সম্বরণ, চুক্তিপত্রে সম্মতি নেই 

ইস্টবেঙ্গল কর্তাদের পাশেই সম্বরণ, চুক্তিপত্রে সম্মতি নেই 

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রাক্তন ক্রীড়াবিদদের অনুরোধ করা হচ্ছে তাঁরা ক্লাবে এসে চুক্তিপত্র হাতে নিয়ে দেখে যান এবং নিজেদের মতামত জানান। বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরন বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান হয়েছিল।  সেই ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবে গিয়েছিলেন এবং সেই চুক্তিপত্র দেখে  নিজের মতামত দিয়েছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। তিনি চুক্তিপত্র দেখে লিখিত জানিয়েছেন- ,”আজ আমি ক্লাবে গিয়ে চুক্তিপত্রের কিছু কাগজ দেখলাম। তবে আমি আইনজ্ঞ নই যে সবটাই দেখে বলতে পারব। তবে আমি যতটুকু বুঝলাম, ততটুকুই মতামত দিলাম।

‘প্রথমত সবচেয়ে বড় কথা হচ্ছে চুক্তিপত্রের বিচ্ছেদে দুই তরফেই সুযোগ থাকা উচিত, সেটা এখানে নেই। দ্বিতীয়ত, আমি এটাও দেখলাম, যে এই প্রাচীনতম ময়দানটাকেও কোম্পানির কাছে হস্তান্তর করার কথাও এখানে লেখা রয়েছে যা চিরতরে এবং অপরিবর্তনীয়-কখনো আর ক্লাবের কাছে ফেরত আসবে না। তৃতীয়ত দেখলাম ক্লাব সদস্যদের অধিকার খর্ব করা হয়েছে আর সমর্থকদের ক্ষেত্রে বলা হয়েছে’ট্রেস্পাসারস উইল বি প্রসিকিউটেড’। 

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

শুধুমাত্র এইটুকু দেখেই আমার মনে হয়েছে, এই চুক্তিপত্র সই করাটায় আমি সহমত হতে পারলাম না। এগুলোর কিছু পরিবর্তন দরকার বলেও আমি মনে করি।”তিনি আরও যোগ করেন,”এর সঙ্গে আমি এটাও জানাতে চাই, প্রথমে যে দুই বছরের জন্য চুক্তি হয়েছিল, সেই চুক্তিপত্র অনুসারে এ বছরেও খেলতে আর খেলবার জন্য টিম করতে কোনও বাধা নেই। কারণ স্পোর্টিং রাইটস তাদের কাছেই আছে। প্রতিষ্ঠানের অবলুপ্তি করে সদস্য সমর্থকদের অধিকার খর্ব করা কোনও অবস্থাতেই কাম্য নয়। অতএব আমি চাই ইস্টবেঙ্গল ক্লাব মাঠে ফিরে যাক, এবং লাল হলুদ স্বমহিমায় ফিরে আসুক।”


0 comments

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait