দর্শকহীন টিম ইন্ডিয়ার প্রোটিয়া সফর,  দু'দফায় পাক সফর নিউজিল্যান্ডের 

দর্শকহীন টিম ইন্ডিয়ার প্রোটিয়া সফর,  দু'দফায় পাক সফর নিউজিল্যান্ডের 

স্পোর্টস ডেস্ক : কোভিড (COVID-19) পরিস্থিতিতে দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছিল। নতুন দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট সারা বিশ্ব জুড়ে আতঙ্ক তৈরি করেছে। তার মধ্যেও ভারতীয় বোর্ড প্রোটিয়াদের দেশে বিরাট কোহলিদের পাঠাতে রাজি হয়েছে। সে কথা মাথায় রেখেই দর্শকহীন মাঠের টেস্ট খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্ট (Boxing Day Test) দিয়ে শুরু হচ্ছে লোকেশ রাহুল-ঋষভ পন্থদের টেস্ট সফর। স্থানীয় প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, আপাতত সেঞ্চুরিয়ানকে দর্শকহীন রাখা হচ্ছে। বাকি দুই টেস্টে কি হবে, তা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওয়ান্ডারার্সের অফিসিয়াল টুইটারেও সেই কথাই উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, 'মনে রাখবেন, ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্স টেস্ট দেখার জন্য কোনও টিকিট বিক্রির সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। দর্শকরা মাঠে ঢোকার অনুমতি পাবেন কিনা, তা এখনও পরিষ্কার নয়। নতুন কোনও খবর পাওয়া গেলে তা জানানো হবে।'

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

বিশেষ করে অ্যাসেজের দ্বিতীয় টেস্টে করোনার ব্যাপক প্রভাব দেখা গিয়েছে। সাংবাদিকদের অনেকেই কোভিড আক্রান্ত। সম্প্রচারের দায়িত্বে থাকা টিমেরও বেশ কয়েকজন কোভিডের শিকার। প্রেস বক্সেও দু-একজন আক্রান্ত হয়ে পড়েছেন, এমনই খবর। তাই কোনও ভাবেই ভারতের বিরুদ্ধে হোম সিরিজে ঝুঁকি নিতে চাইছেন না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। যে কারণে দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু প্রথম টেস্ট নয়, পুরো সিরিজই হয়তো দর্শকহীন রাখা হবে।

 অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ঠিক আগে নিরাপত্তার কারণে হঠাত্‍ শেষ মুহূর্তে পাকিস্তান (Pakistan) সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড সরকার। ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল সে দিন। কিন্তু ক্রিকেটারদের উপর জঙ্গিহানা হতে পারে, এমন খবর কিউয়ি গোয়েন্দাদের কাছে। তাই সিরিজ বাতিল করে দ্রুত বাড়ি ফিরে আসেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা। তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির (ICC) কাছে এ নিয়ে অভিযোগও করেছিল। সেই বিতর্ক মেটাতেই এ বার দু'দফায় পাক সফরে যেতে রাজি কেন উইলিয়ামসনরা। আগামী ক্রিকেট মরসুমে অর্থাত্‍, ২০২২-২৩ সালে সেখানে ২টো টেস্ট, ৫টা ওয়ান ডে ও ৫টা টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।
সম্প্রতি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড মার্টিন স্নেডেনের সঙ্গে বৈঠক হয়েছে পিসিবির (PCB) চেয়ারম্যান রামিজ রাজায়। তাতে দু'পক্ষই নতুন ক্রিকেট সূচিতে রাজি হয়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দুই দেশ খেলবে টেস্ট সিরিজ। ২০২৩ সালের ওয়ান বিশ্বকাপের দিকে তাকিয়ে খেলতে ৫টা ওয়ান ডে ম্যাচ। আর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলা হবে ৫টা কুড়ি-বিশের ম্যাচ।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait