শীতের শহরে হঠাৎ হাজির রণবীর সিং! , গান্ধীজীকে তোপ কঙ্গনার

শীতের শহরে হঠাৎ হাজির রণবীর সিং! , গান্ধীজীকে তোপ কঙ্গনার

বিনোদন ডেস্ক:  বিবাহবার্ষিকী উপলক্ষে সদ্য দেরাদুনে সময় কাটিয়েছেন রণবীর-দীপিকা। ১৫ নভেম্বর ছিল তাদের বিবাহবার্ষিকী। শহুরে কোলাহল থেকে দূরে শান্ত স্নিগ্ধ উত্তরাখণ্ডের নিরিবিলিতে এই বিশেষ দিনটা কাটিয়েছেন তারা। দুদিন ছুটি কাটিয়েই কাজে ফিরেছেন রণবীর সিং। তবে হঠাৎই চমক দিয়ে বুধবার রাতে কলকাতায় হাজির হন রণবীর সিং। তবে কোনও ছবির শুটিংয়ে নয়। কলকাতার বাইপাস লাগোয়া পাঁচতারা হোটেলে এক প্রাইভেট পার্টির বিশেষ অতিথি হয়ে শহরে হাজির হয়েছিলেন রণবীর। সাদা শার্ট আর কালো রঙা প্যান্টে গোটা পার্টির মধ্যমণি ছিলেন। তার চোখে ছিল মোটা কালো ফ্রেমের চমশা।  আইটিসি রয়্যালের এই প্রাইভেট পার্টিতে শামিল হয়েছিলেন শ্রেয়া পাণ্ডেও। রণবীরের সঙ্গে সেলফিও তুললেন তিনি। রণবীর সিং-এর এনার্জি নিয়ে নতুন করে কিছু বলবার নেই। পার্টিতে নাচতে নাচতে শার্ট ঘামে ভিজিয়ে ফেললেন তিনি। তবুও তাঁর জোশ কমেনি।  তবে অভিজাত সেই পার্টিতে রণবীর একা উপস্থিত ছিলেন না। হাজির ছিলেন বিটাউনের আরও এক তারকা গায়িকা নেহা কক্কর। তিনিও গান গেয়ে এই পার্টি মাতিয়ে রেখেছিলেন।

ADVERTISEMENT

অন্যদিকে এবার গান্ধীজীকে তোপ দাগলেন কঙ্গনা। অভিনেত্রীর মন্তব্য, 'চড় খেয়ে আরেক গাল বাড়িয়ে দেওয়াকে ভিক্ষাই বলে। আর গালে চড় খেয়েই তো আমরা স্বাধীনতা পেয়েছি'। বেফাঁস মন্তব্য তিনি করেই থাকেন। সে আর নতুন কিছু নয়। তবে দিন দুয়েক আগেই অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, '২০১৪ সালে ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে। ১৯৪৭-এ যেটা পেয়েছিল, সেটা ভিক্ষা'। এবার সেই প্রসঙ্গেই এই মন্তব্য করলেন। কঙ্গনার এমন মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন জ্বলে উঠেছে।  স্বাধীনতা সংগ্রাম নিয়ে এহেন বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছিলেন অভিনেত্রী। যার প্রতিবাদে রাষ্ট্রপতিকে চিঠি লিখে কঙ্গনা রানাউতের পদ্মশ্রী পুরস্কার কেড়ে নেওয়ার আর্জিও জানিয়েছিলেন মহিলা কমিশন। ইতিমধ্যে কংগ্রেস, শিব সেনার মতো দল অভিনেত্রীর পদ্মশ্রী পুরস্কার কেড়ে নেওয়ার কথা বলেন। গান্ধিজীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা রানাউত। জাতির জনক ছিলেন। তিনিই শিখিয়েছিলেন অহিংসা-নীতি। বলেছিলেন, 'কেউ একগালে চড় মারলে, আরেকটা গাল বাড়িয়ে দাও'। আর সেই কথাকে হাতিয়ার করেই অভিনেত্রী কুরুচিকর মন্তব্য করেন। তাতেই ফের জ্বলে উঠেছেন সকলে।

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait