কবিতা - বাদামী প্রেমের গল্প

কবিতা - বাদামী প্রেমের গল্প

কবিতা - বাদামী প্রেমের গল্প 

কলমে - অরিন্দম ভট্টাচার্য্য

 

শেষ ঘটিকায় যখন প্রেম বাদামি পাতা হয়,
সম্পর্কের বৃন্তে পোকা লাগে গাছের অজান্তে
দুজন হাঁটতে থাকে ঝরা পাতা মাড়িয়ে প্রতিমুখে।
দায়িত্ব ফুরিয়ে যায়, অভিমান ফুরিয়ে তখন ঘৃণা, 
ফুল ফোটে না গাছে, ফুটে উঠে প্রতিহিংসা।
তারা কি সত্যিই ভালোবেসেছে কোনোদিন?
নাকি দেনা পাওনার হিসেব লিখেছিল গাছের শরীরে...
শিকড় বলতে কি ছিলো, শুধু একজোড়া শরীর?
খুব খারাপ প্রাক্তনও কি একজন মানুষ নয়?
যদি "প্রাক্তন" অভিধানের এক কৃত্রিম শব্দ হয়
তবে তোমার ভালোবাসা ছিলো একজন অকৃত্রিম মানুষের জন্য,
আকন্ঠ অকৃত্রিম ।
একটা রক্ত মাংসের বুকের গভীরে তুমি ঘর বেঁধেছিলে 
মুঠো মুঠো ভরসা ছড়িয়ে ছিলে তার আঙুলের ফাঁকে
তুমি একটি মানুষকে ভালোবেসেছিলে 
তার একটি নাম রেখেছিলে শুধু তোমারই জন্য।
মনে পড়ে সেই নাম ? সেই প্রিয় মানুষটির জন্য
তোমার রাখা আদরের নাম?
তুমি সেদিন মানুষকে ভালোবেসেছিলে,
সুতো ছিঁড়ে ঘুড়ি যখন নীলে মিলিয়ে যাচ্ছে
তখন তুমি পেছন থেকে ডেকেছিলে সেই ডাকনাম ধরে, কেঁদেছিলে 
আজ ভর সন্ধ্যায় কান্না পেলে কোনো হঠাৎ বন্ধুবৃত্তে
তাকে "প্রাক্তন" বলে ডাকো।
যখন ফ্যাকাসে ভোরের দিকে খুব একলা লাগে
তখন সিলিং এর দিকে চেয়ে অচিরেই অভিসম্পাদ করে যাও।
কিন্তু কাকে? 
প্রেমিকা নাকি প্রাক্তন...
প্রাক্তন একটা অনাদরে পড়ে থাকা সম্পর্কের নাম,
যারা ভালোবাসে, তারা হারানো ঘুড়িকে ভালোবাসে
আজও আদরের নাম ধরে ডাকে, 
লাটাইটা সযত্নে গুটিয়ে নেয়
হাতে পড়ে থাকা ছেঁড়া স্মৃতি আর কিছু ছেঁড়া সুতো দিয়ে।
এ গ্রহের কক্ষপথে কত গ্রহাণু একে অপরের জন্য জন্মায়,
ছুটে চলে আজীবন,
তবু আর দেখা হয়না কোনোদিন তাদের
ঘর বাঁধার আশা বুকে নিয়েই জ্বলে যায় 
কত অনামী গ্রহাণুরা, একদিন সূর্যের তাপে।
ADVERTISEMENT

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait