ইন্ডিয়ার কোচ হতে চলেছেন রাহুল দ্রাবিড়, বিরাটকে টপকে এগিয়ে রুট

ইন্ডিয়ার কোচ হতে চলেছেন রাহুল দ্রাবিড়, বিরাটকে টপকে এগিয়ে রুট

স্পোর্টস ডেস্ক: ভারতের শ্রীলঙ্কা সফরে কোচ হিসাবে যথেষ্ট সফল ভূমিকা পালন করেছেন রাহুল দ্রাবিড়। আর তারপর থেকেই ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ দাবি জানাচ্ছিলেন স্থায়ী ভাবে রাহুলকে ভারতীয় দলের কোচ করা উচিত। আর এবার সেই দাবিই সত্যি হতে চলেছে। আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই নাকি বিরাটদের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াবেন রবি শাস্ত্রী। তবে শুধু শাস্ত্রী একা নন, ভরত অরুণ (বোলিং কোচ), আর শ্রীধর (ফিল্ডিং কোচ) এবং বিক্রম রাঠৌরও (ব্যাটিং কোচ) জাতীয় দলে নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। নতুন করে চুক্তিপত্রে সই করবেন না তাঁরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শাস্ত্রী-সহ বাকিরা নাকি বিসিসিআইয়ের বোর্ড সদস্যদের ইতিমধ্যে এ ব্যাপারে জানিয়ে দিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে সহকারী কোচদের বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি নাকি অফারও দিয়েছে। তাই রবি শাস্ত্রীর মতো তাঁরাও আর নতুন করে চুক্তি করতে চান না। এর আগে ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার ডিরেক্টর পদে ছিলেন রবি শাস্ত্রী। এরপর অবশ্য এক বছরের জন্য ভারতীয় দলের কোচেপ দায়িত্ব পান অনিল কুম্বলে। সেসময় ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হয় শাস্ত্রীকে। কিন্তু ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারার পরই চাকরি যায় কুম্বলের। যদিও শোনা যায়, বিরাটের সঙ্গে মনমালিন্যের জন্যই নাকি চাকরি হারাতে হয় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। পরবর্তীতে ফের শাস্ত্রীকেই টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০১৯ সালে ফের তাঁর মেয়াদ বাড়ে। আগামী নভেম্বরেই সেই মেয়াদ পূর্ণ হচ্ছে। আর তাই নতুন করে আর চুক্তি না বাড়ানোর কথাই জানিয়েছেন শাস্ত্রী।

ADVERTISEMENT

 সেক্ষেত্রে দৌড়ে এগিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। সফলভাবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব পালনের পর ভারতীয় ‘বি’ দলের কোচের দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কা সফরেও গিয়েছেন। সেখানে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজ হেরে যায় ভারত। যদিও অনেকেই দ্রাবিড়ের কোচিংয়ের প্রশংসা করেন। আর সেক্ষেত্রে বিরাটদের কোচ হওয়ার দৌড়েও এগিয়ে তিনি।  

অন্যদিকে আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় আরও নেমে গেলেন বিরাট কোহলী। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট টপকে গেলেন তাঁকে। ব্যাটসম্যানদের তালিকায় কোহলী এখন রয়েছেন পঞ্চম স্থানে। বোলারদের তালিকায় প্রথম দশে ফিরলেন যশপ্রীত বুমরা। নটিংহ্যামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেছিলেন রুট। ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি। এই পারফরম্যান্সের জেরে ৪৯ রেটিং পয়েন্ট পেয়ে তিনি টপকে গেলেন কোহলীকে। রুট এখন রয়েছেন চতুর্থ স্থানে। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দুই এবং তিনে যথাক্রমে স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait