কবিতা - জীবন যুদ্ধ

কবিতা - জীবন যুদ্ধ

জন্ম মৃত্যু দুই পাহারায় দাঁড়িয়ে দুদিক প্রায় - 
মাঝখানে তার জীবন সেতু দাঁড়িয়ে আছে হায়,
একটা সরল শ্বাসের রেখা সেতুর ওপর চলে...
একসাথে এদেরকেই জীবন যুদ্ধ বলে। 

সবাই আমরা নিঃস্ব ভীষণ ক্ষুদ্র অতিশয়
তাও বেঁচে থাকা নিয়ে মন ভরে কত না যে সংশয়। 
ক্ষমতা মোদের কতই বা কি বলতে পারি...
জীবন হঠাৎ কখন যে তার টেনে দেবে শেষ দাঁড়ি। 

আজ আছি কাল ই তো নেই, তাও তো লড়ে যাই...
সহায় সম্বল খুঁটি করে ভালোবাসা হাতড়াই
অন্তরের আত্মাটা নিয়ে চলে মহা বোঝাপড়া...
কখনো সত্যি জেহাদ তোলে কভু জেতে মিথ্যেরা।

মুখোশ পড়া মানুষের ভিড়ে সত্য চেঁচিয়ে কাঁদে...
অসহায় আজ মিথ্যেরা তাকে ফেলেছে ভীষণ ফাঁদে। 
অন্তরটা সেই কবে হায় মরেছে ভীষণ ঘায়
শবদেহ তার বহিছে শরীর টানে চার হাত-পায়।

টাকা দিয়ে আজ সব কেনা যায় বিক্রি হয় যে মানুষ,
জীবন মূল্য ঠিক করে দেয় প্রতিপত্তির  ফানুস।
গরীব ধনী দুই জন কে আলাদা করে অর্থে
সেই আলাদা এক হয়ে যায় অগ্নি চিতার গর্তে। 

ADVERTISEMENT
Swades Times Book

যেমন চলার চলবেই জীবন শেষ টা গুছিয়ে নাও
মৃত্যু তোমার হবে না যে ঠিক যেমনটা তুমি চাও। 
তাই সাবধান কিছু ভালো কাজ এখুনি সেরে ফেল,
শেষের পথ টা পুণ্য সাগরে  মসৃণ করে তোল। 

 

Image Source : innovatorsmag.com


0 comments

Saurav Chakraborty

Saurav Chakraborty

Shared publicly - 10th Oct, 20 09:02 am

Nice thought

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait