ঘরছাড়া দের জন্য

ঘরছাড়া দের জন্য

 বিশ্বজোড়া অতিমারীর কালে,
বাতাস ভরা ছোঁয়াচে সংক্রমণ –
অনিচ্ছাতেও বাইরে আছে আটক,
লক্ষাধিক শ্রমিক জনগঠন।
       নিদান খুবই কঠিন তাদের আসার,
না জানি ঠিক ফিরবে ঘরে  কজন!
বিদেশ বিভুৃঁয় প্রাণ মুঠোতে ভরে,
পারবে কি আর দেখতে আপন স্বজন?
       সহ্যাতীত এই প্রশ্নবাণের চাপে,
মাইল থেকে ক্রোশ পেরিয়ে যোজন,
কোলের মাঝে ছোট্ট কুঁড়ি সমেত,
তাদের কেবল পদব্রজই বাহন।
       নিরাপদে ওরাও নিজের ঘরে
আসুক ফিরে, “মে দিবসে” বরং –
না বাড়িয়ে বিপদকালের ঝুঁকি
সেই মতো হোক ব্যবস্থা ও শমন।

ADVERTISEMENT
 
 
  •  

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait