কবিতা - উদাসিয়া আমার ইচ্ছেরা

কবিতা - উদাসিয়া আমার ইচ্ছেরা

উদাসিয়া আমার ইচ্ছেরা..

 

তোমার পাঞ্জাবীর বুকপকেটে রাখা খামের আতরের মতো… 

তোমার ঘামের গন্ধমেশা বুকের নরম আদরের মতো…

বৃষ্টিভেজা দুপুরের উদাসিয়া আলোর মতো..

তুমি মিশে আছো আমার ভিতরে…

হে চির নূতন.. তোমার আলিঙ্গন আমার কণায় কণায়..

তোমার প্রাপ্তি অগ্ন্যুৎগারের মতো উজ্জ্বল করে আমায়..

সুধাময়.. তোমার প্রেম.. নরম জ্যোৎস্নার মতো আমার বুকে আঁকে আলপনা..

তিস্তার মতো আনে প্লাবণ...

শতবর্ষের প্রতিক্ষার পর সোহাগিনী আমি শতদ্রুর জলধারায় 

             হিমালয়কে করেছি সিক্ত..

তোমার ওষ্ঠের নিবিড় আলাপন আমার শরীরে আনে বিপ্লব….

হারিয়ে যেতে দেবোনা কিছুতেই ..

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

     তোমার বুকের নদীর বহতা স্রোত বেয়ে

গোধূলির আলোমাখা আঙুলের ফাঁকে ফাঁকে 

      মন কমলিনীর আতপস্নিগ্ধ শিহরণ.. 

কালজয়ী উপন্যাস লিখে যাবে অনন্তকাল..

            মহাকালের পাতায় পাতায়….

 

Image Source : WallpaperUp


0 comments

Mandira Dey

Mandira Dey

জন্মসূত্রে বড় হওয়া উত্তরপাড়াতে। শিক্ষাও তার আশেপাশে আবর্তিত। বিবাহের পর দীর্ঘ কুড়ি বছর ব্যাঙ্গালোর প্রবাসী। সংসার সন্তানের দায়িত্ব পালনে ব্যস্ত লেখালেখি থেকে বহুদূরে হারিয়ে যাওয়া। অবসরে বই আঁকড়ে কেটে যেত সময়। কোলকাতায় ফেরার পর নিয়মিত লেখালেখিতে ফেরা। মূলত সোশাল মিডিয়ায় লেখা শুরু। তারপর থেকে বিভিন্ন পত্রপত্রিকাতে নিয়মিত লিখে চলা। কবিতা সংগ্ৰহে কিছু কবিতার স্থানপ্রাপ্তি। বাংলা সাহিত্যের প্রতি চিরকালীন ভালোবাসায় পাঠকের পরিচয়েই সাবলীল ও গর্বিত।

FOLLOW

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait