৪০ বছর আগের ফিরে দেখা ‘ইয়ারানা’আর কলকাতা প্রেমে মজে বিগ-বি, গাড়িতে ‘শাহেনশা’!

৪০ বছর আগের ফিরে দেখা ‘ইয়ারানা’আর কলকাতা প্রেমে মজে বিগ-বি, গাড়িতে ‘শাহেনশা’!

রাকেশ কুমারের পরিচালনায় তৈরি হয়েছিল ভারতীয় মিউজিক্যাল ড্রামাটি। অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘ইয়ারানা’। মুক্তি পেয়েছিল ১৯৮১ সালে। অমিতাভ ছাড়াও অভিনয় করেছিলেন নিতু সিং কাপুর, তনুজা, আমজাদ খান, কাদের খান। ছবি মুক্তির ৪০ বছর কেটে গিয়েছে। সেই আনন্দে ইনস্টাগ্রামে একটি সুন্দর পোস্ট করেছেন বিগ বি। ফের ধরা পড়েছে তাঁর কলকাতা প্রেমের কথা। ছবির একটি পোস্টার শেয়ার করেছেন অমিতাভ। চোখে সানগ্লাস, সাদা পোশাকে গিটার বাজাচ্ছেন অমিতাভ। ছবির বিখ্যাত গান ‘সারা জামানা হাসিনো কা দিওয়ানা’ লেখা পোস্টারে। তার উপরে ছবির ৪০ বছর পূর্তির উল্লেখ। ক্যাপশনে ফেলে আসা সময়ের স্মৃতি রোমন্থন করেছেন অমিতাভ। সেই সঙ্গে ব্যক্ত করেছেন কলকাতার প্রতি তাঁর প্রেম। লিখেছেন, “দারুণ ছবিটির ৪০ বছর পূর্তি। কলকাতার এন এস স্টেডিয়ামে শুটিং হয়েছিল। সেই প্রথম স্টেডিয়ামে কোনও ছবির শুটিং হয়। কলকাতার ভিড়ের সেই উন্মাদনা। পৃথিবীর কোনও প্রান্তে গেলে আর পাওয়া যাবে না।” প্রথম জীবনে কলকাতাতেই কর্মরত ছিলেন অমিতাভ। সেখানকার শিপিং ফার্ম ‘বার্ড অ্যান্ড কোম্পানি’তে চাকরিও করতেন। তারপর বলিউড পাড়ি। ছবিতে আসা। পরবর্তীকালে কলকাতার মেয়ে অভিনেত্রী জয়া বচ্চনকেই বিয়ে করেন। হয়ে যান কলকাতার জামাই। তাই কলকাতার সঙ্গে অমিতাভের সম্পর্ক আজকের নয় অনেক দিনের।

ADVERTISEMENT

অন্যদিকে গাড়ির সারা গায়ে ৭৯ বছরের ‘রাগী যুবক’-এর বাছাই করা ছবির সংলাপ। দরজা খুলে সাউন্ড সিস্টেম চালালেই ভেসে আসবে ‘শাহেনশা’র ভরাট কণ্ঠস্বর। কয়েক যুগ ধরে যা মোহিত করে রেখেছে ভক্তদের।  নতুন গাড়ি কিনে তা অমিতাভ বচ্চনের নামে উৎসর্গ করলেন তাঁর একনিষ্ঠ ভক্ত। অনুরাগীর পোশাকও অভিনেতার সংলাপে মাখামাখি। সেই শার্ট পরেই নতুন ‘থর’ গাড়ি নিয়ে পৌঁছে গিয়েছেন খোদ অমিতাভের কাছে। আবদার একটাই— ড্যাশবোর্ডে চাই বিগ বি-র সই। নইলে নতুন গাড়ি চালাবেনই না তিনি। এমন ভালবাসায় আপ্লুত ‘পাপা বচ্চন’ও। আপত্তি দূরের কথা, খুশি মনে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেছেন অভিনেতা। গাড়ি এবং ভক্তের বেশ কিছু ছবিও তিনি দিয়েছেন ইনস্টাগ্রামে। দেখা গিয়েছে, গাড়ির একটি দরজা জুড়ে ‘অগ্নিপথ’-এর ‘বিজয় দীননাথ চৌহান’। পাশে বিস্তারিত বিবরণ। ছবিতে এই নামই ছিল অমিতাভের। গাড়ির পিছনের দরজায় লাগানো বাড়তি চাকায় ‘কুলি’র ছবি। সঙ্গে বিখ্যাত সংলাপ, ‘হাম যাঁহা খাড়ে হোতে হ্যায়, লাইন ওহি সে শুরু হোতি হ্যায়’। অনুরাগীর কাঁচা-পাকা চুলের ধাঁচ, ফ্রেঞ্চকাট দাড়ি-গোঁফ আর চশমা বলছে— শুধু গাড়িতে নয়, অমিতাভকে তিনি নিজের মধ্যেও ধারণ করেছেন।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait