বিয়ের মরসুমে সাতপাকে সায়ন্তনী, হানিমুন ডেস্টিনেশন প্রস্তুত ভিক্যাটের

বিয়ের মরসুমে সাতপাকে সায়ন্তনী, হানিমুন ডেস্টিনেশন প্রস্তুত ভিক্যাটের

বিনোদন ডেস্ক: সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী।  ৫ ডিসেম্বর বহুদিনের বন্ধু, প্রেমিক অনুরাগ তিওয়ারির সঙ্গে সাতপাকে বাঁধা পরলেন সায়ন্তনী। কলকাতায় ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। লাল বেনারসি, কপালে চন্দনে আঁকা লাল টিপ, খোঁপায় ফুল, সিঁথি ভর্তি সিঁদুর, গলায় রজনীগন্ধার মালা, বউ বেশে দেখা গেল অভিনেত্রী সায়ন্তনী ঘোষকে। গত আট বছর ধরে সম্পর্কে রয়েছেন সায়ন্তনী এবং অনুরাগ। বাঙালিয়ানা মতেই বেনারসীর সাজ, শাঁখা পলা পরেই দেখা যায় অভিনেত্রীকে। আর এভাবেই বিয়ে করা বহু দিনের শখ ছিল সায়ন্তনীর। অবশেষে সে শখ পূর্ণ হল তাঁর। তবে শুধু সায়ন্তনীই একেবারে বাঙালি বর বেশে দেখা গেল ধুতি, এমব্রয়ডারি করা পাঞ্জাবিতে অনুরাগকে।  গায়ে হলুদ, মালাবদল, সিঁদুরদান সব রকম হিন্দু বিয়ের রীতি মেনেই বিয়ে করেছেন সায়ন্তনী। 

ADVERTISEMENT

এদিন বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এ ভাবেই মিস থেকে মিসেস হলাম আমি।’ বিয়ের আগের দিন এনগেজমেন্ট সেরেছিলেন সায়ন্তনী-অনুরাগ। লাল শাড়ি, সোনার গয়নায় সেজেছিলেন সায়ন্তনী। অনুরাগের পরনে ছিল লাল পাঞ্জাবি, ঘিয়ে রঙা জহর কোট। আপাতত বিয়ের অনুষ্ঠানের জন্য কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন সায়ন্তনী এবং অনুরাগ। অনুষ্ঠান শেষে ফের ফিরবেন কাজের জগতে। বিয়ের পর জয়পুরে আত্মীয় এবং বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করেছেন এই জুটি। গতকাল সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান।

অন্যদিকে বিয়ের পর মধুচন্দ্রিমার পরিকল্পনা থাকে প্রায় বেশিরভাগ নবদম্পতির। আর তারকা দম্পতি হলে তো কথাই নয়। কোনও ড্রিম ডেস্টিনেশনে যে তাঁরা সময় কাটাতে যাবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও তার ব্যতিক্রম নন। শোনা যাচ্ছে, বিয়ে মিটলেই নাকি মধুচন্দ্রিমায় যাচ্ছেন তারকা দম্পতি। ভিক্যাট যদিও বিয়ে কিংবা মধুচন্দ্রিমা প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি। বি টাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ভিক্যাটের বিয়ে নিয়ে ফিসফিসানি। রাজস্থানের জয়পুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা কীভাবে সেজে উঠছে, তা নিয়ে চলছে জোর আলোচনা। বিয়ের পাশাপাশি মধুচন্দ্রিমা নিয়ে আলোচনার অন্ত নেই। আগামিকাল একটি ককটেল পার্টির আয়োজন করেছেন ভিক্যাট। ৭ ডিসেম্বর মেহেন্দি। তার পরেরদিন সংগীত। ৯ ডিসেম্বর ভিক্যাট বাঁধা পড়বেন বিবাহবন্ধনে। ১০ ডিসেম্বর আরেকটি ছোট অনুষ্ঠান রয়েছে। তারপরই দু’জনে বেরিয়ে পড়বেন মধুচন্দ্রিমায়। তাঁদের গন্তব্য রণথম্বোর। যা সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ। 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait