নিজের সঙ্গে

নিজের সঙ্গে

হয়তো এটাই হওয়ার ছিল,

বুঝে ওঠার ক্ষমতাই হয়ে ওঠেনি কখনও।
জীবনে খুব কাছের মানুষ গুলোই একটা সময়ের পর কেমন যেন অচেনা হয়ে যায়।

মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয় সবকিছুর।
সত্যিই কি কোনো পরিমাপ করে মানুষের সাথে মেশা যায়?
নাকি আমরা কিছু ক্ষেত্রে হারিয়ে ফেলি সেই পরিমাপ গুলো?
মনের সাথে মস্তিষ্কের দ্বন্দ্ব কি এতোই সোজা?
নাকি নিজের সাথে নিজের লড়াইয়ে ভাঙতে হয় নিজেকেই প্রতি মুহূর্তে?

তবে একটা কথা জানি কোথাও থেমে যাওয়া মানেই সেখানেই শেষ নয়।
হতে পারে সেখান থেকেই নতুন কিছুর শুরু।
কিন্তু অন্যের সাথে লড়লে যদিও বা জেতা যায়,

ADVERTISEMENT

নিজের সাথে কখনোই নয়।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait