মৌসুমী রায়ের কলমে কবিতা - ক্ষত

মৌসুমী রায়ের কলমে কবিতা - ক্ষত

ক্ষত

বার বার জানতে চেয়েছ..
আজ কিছু লিখিনি কেন?
জানি আমার ক্ষতের রক্তক্ষরণ
দেখতে তুমি বরাবরই ভালোবাসো,
যখন কাছে ছিলে আর এখন দূরে গিয়েও..
ভাবি সব ঠিক হয়ে যাবে যদি
বেলাশেষে ফিরে আসো।

আবার শরীরী নেশার উল্লাসে মাতবে
পরতে পরতে পোশাক খুলবে
শরীর নগ্ন কিন্তু মন আর মুখ মুখোশে ঢাকা
নাভি থেকে আরো গভীরে প্রেম ছড়াবে,
রমণ ক্লান্ত প্রেমিক ফিরে যাবে বৈধ সংসারে
আমি আমার ভালোবাসা যত্নে রাখব..
জ্যোৎস্না ধোয়া শুদ্ধ মনের ঘরে।

আমার বিষাদ নিয়ে কৌতুক করছ করো
তবুও পরজন্মে আমার হয়ে ফিরো।

 

Image Source : Filmyloop

ADVERTISEMENT

0 comments

Saurav Chakraborty

Saurav Chakraborty

Shared publicly - 10th Oct, 20 09:03 am

Bah!!

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait