একটা মাস কেটে গেল

একটা মাস কেটে গেল

একটা মাস কেটে গেল।

একটা মাস। বদলে গেল পৃথিবী। কত মানুষ চলে গেল পৃথিবী ছেড়ে। কত প্রাণী বেরিয়ে এল জঙ্গল ছেড়ে। কত কোলাহল থেমে গেল।হওয়ায় ধূলিকণা কমে গেল। ওজন ছিদ্র ভরে গেল।

একটা মাস কেটে গেল। কত পরিকল্পনা থেমে গেল। কত ধুলো জমল অফিসের ডেস্কে। টেবিলের ওপর মেঝেতে উইপোকার রেখা বাড়ি তৈরি হল।কত লোকের ঘুম উড়ে গেল। কত লোকের ঘুম বেড়ে গেল। কত নির্জনতা বাড়ল। কত কাছাকাছি থাকা বাড়ল। কত জানা হল না।কত কি জানা গেল।

একটা মাস কেটে গেল।

ফিরে এল পুরানো ব্যবস্থা। ঘরের দিকে নজর পড়ল। জানা গেল বেঁচে থাকতে প্রয়োজন খুব কম অথচ আয়োজন যেন বেশী ছিল। ধুলো পড়া এলবাম গুলো আবার হাতের ছোঁয়া পেল। ছাদের গায়ে পড়ল পায়ের ছাপ। সেজে উঠল ঘর,গানে গল্পে। রান্নাঘর থেকে গন্ধ পাওয়া গেল নতুন কোনো পদের।

একটা মাস কেটে গেল।

মাস মাইনে কমে গেল। দোকান বন্ধ হয়ে গেল। সিনেমা, থিয়েটার, খেলা, কনসার্ট, বিয়েবাড়ি, উৎসব, মেলা বাতিল হয়ে গেল। রেস্টুরেন্ট, খাবারের দোকান, মল, গাড়ি, বাস সব বন্ধ হয়ে গেল। টেনেটুনে চলা সংসারের টান আরো বেড়ে গেল। ভাটা পড়ল আপাত নিশ্চিন্ত জীবনে। জমানো পুঁজি কমে গেল। কপালের ভাঁজ আরো গভীর হল।

একটা মাস কেটে গেল।

পরীক্ষা থমকে গেল, চিকিৎসা থমকে গেল। মানুষ চমকে গেল এত কিছুর মাঝেও মানুষের সাহায্য দেখে, ডাক্তারের পুলিশের লড়াই দেখে, জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষের পরিশ্রম দেখে। আবার কিছু লোকের রাজনীতি দেখে, সাহায্যের নামে প্রচার দেখে, নিয়মের অবজ্ঞা দেখেও চমকে গেল। বোঝা গেল উপাসনা করতে উপাসনালয় লাগে না, বিজ্ঞান, শিক্ষা আর শুভাকাঙ্খা ছাড়া সভ্যতা চলতে পারেনা।

একটা মাস কেটে গেল।

ওরা দেখা করবে ভেবেছিল। স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবে ভেবেছিল। নতুন ব্যবসাটা জমাবে ভেবেছিল। চাকরিতে যোগ দেবে ভেবেছিল। চাকরীর ইন্টারভিউ দেবে ভেবেছিল। নতুন টিউশন পাবে ভেবেছিল। বাবাকে নতুন জামা কিনে দেবে ভেবেছিল। মায়ের চিকিৎসা করাবে ভেবেছিল। মেয়েকে একটা খেলনা কিনে দেবে ভেবেছিল।

বাড়ি ফিরবে ভেবেছিল।

ভেবেছিল…….

একটা মাস কেটে গেল।

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait