মানাভিমান

মানাভিমান

শুনেছি তুই আজও নাকি মন-পাড়াতেই থাকিস ?
ছন্দহারা নিজেই এখন বিরক্ত-রাত জাগিস!!

অনেক হলো থামবি কবে? সুধরালিনা আজও !
বাচ্ছাপনা সরিয়ে এবার করনা দুটো কাজও…

জানিসতো তুই আমিও কেমন ভীষণরকম জেদী!
আকাশছোঁয়া রাগ আমারও তীব্র গগনভেদী…

অনেক হলো মান-অভিমান শেষ কর এই পালা … ;
নে -এবারও তুই-ই জয়ী ! আমারই তো সব জ্বালা… !

ADVERTISEMENT

হয়েছে অনেক এবার তোর ওই নাটক করা ছাড়..!
মুখ ঢেকে তোর চোখ ছলছল ভাল্লাগেনা আর।।

পাগলামিটা কমিয়ে নে-তো , যত্ত দ্রুত পারিস…
ফিরছি আমি, আবার না হয় ডাক নামেতেই ডাকিস।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait