নিয়মের ডোরে

নিয়মের ডোরে

এক মুহূর্তের বিকট প্রলয়ে, সৃষ্ট

অসংখ্য কনা। ধায় প্রবাহে অবিরাম

অনন্ত মহা আকাশ মাঝে, অসীম শক্তি

লয়ে পুঞ্জিভুত, গড়ে লক্ষ ছায়াপথ,

ঘোরে চারিদিকে। ওই দুধ-সাগরের মাঝে

আমার সূর্য আবর্তে নিরবে নিভৃতে।

গ্রহগুলি আবর্তে সূর্যকে কেন্দ্র করি,

ভিন্ন ভিন্ন পথে, সুশৃঙ্খল নীতি মাঝে।

 

আরও পড়ুন

কবিতা - জীবন যুদ্ধ

ADVERTISEMENT
Swades Times Book

 

আমি বসি ধরাধামে, চাহি শূন্যপানে

প্রশ্ন মাঝে জর্জরিত, ভাবি সারাক্ষণ

কিভাবে শক্তির সৃষ্টি, কিভাবে বস্তুর,

কিভাবে মহাকর্ষ এল, কেন এ ঘূর্ণন।

কে করিল নিয়ম কানুন। প্রান সুধা

বর্ষিল কিভাবে সৃষ্টির ওই ধরাধামে।

কিভাবে চেতনা আসে মানুষের মনে?

কেন আলো? কেন রাত? কেন ঘর বাঁধা

কেন ভাল? কেন কালো? সুখে দুখে রাখা

কেন সুর? কেন ছন্দ? কেন সৃষ্টি ধ্বংস।

কেন জল? কেন স্থল? কেন ভালোবাসা?

কেন দ্বেষ? কেন হিংসা? কেন নিরবতা?

যুদ্ধ কেন? অস্ত্র কেন? কেন মিছে খেলা?

কোনটি আমার, কোনটি তোমার, মিছে

এই আশা। কে তোমারে সৃষ্টি করে, আর

কে করে ধ্বংস।?

 

ওই দেখ আসে অন্ধ-গুহা

কিভাবে বিনাশে সব রাক্ষসের মত,

কি ক্ষুধা লয়ে আসিয়াছে ঐ ধরাধামে

কিভাবে অসংখ্য তারা ধ্বংস তার মাঝে।

সৃষ্টির পূর্বাভাস লয়ে, ঐ বলিতেছে

“যা কিছু আছে এই মহাবিশ্ব সাথে,

আবর্তে ঘুরিছে সদা সৃষ্টি ধ্বংস মাঝে।

জন্ম মৃত্যু সাথে  ঘোরে ঐ একই পথে।”

কি নিয়মে বিশ্ব ধরা মাঝে এই খেলা?

শুধাইনু তারে? নিয়ম মিনতি করি

উত্তরিছে,“ বাঁধা আমি নিয়মের ডোরে। ”

 

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait