সৃষ্টি শিহরে নজরুল

সৃষ্টি শিহরে নজরুল

কবিতার জন্য প্রথম কারাদন্ডে দন্ডিত হলে,
সবকিছু ছাপিয়ে তুমি তখন এক মুক্তি পাগল ছেলে।
মুক্তি ছাড়া লক্ষ্য নেই,মিলন ছাড়া কথা নেই,
তুমি কবি এই মাত্র পরিচয়, মিথ্যা আর সবই।
দেশে তখন তুমুল উন্মাদনার ছবি,
তোমার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন বাংলার ওই রবি।
তুমি চলছিলে তোমার নিজের খেয়ালে,
তুমি অগ্নিহোত্রী, সূর্যশিখা দিলে জ্বেলে।
এক চোখে অগ্নিবান, অন্য চোখে অতনুর শর,
এক চোখে লাভাস্রোত, অন্য চোখে অশ্রুর নির্ঝর।
ইংরেজ শাসকদের সঙ্গে প্রতি পদক্ষেপে নিয়েছো টক্কর,
জীবন ও সাহিত্যে স্বাতন্ত্র্যধর্মী বিশিষ্টতায় তুমি ভাস্বর।
সুন্দরের ধ্যান, তার স্তবগানই ছিল তোমার উপাসনা,
চেতনার মধ্যে ক্রিয়াশীল ছিল ধর্মসম্প্রদায় হীন এক মানব চেতনা।
রবীন্দ্রমন্ডল পাশে নবোদিত তরুণ সবিতা,
নিজস্ব জ্যোতির পুঞ্জে সমুজ্জ্বল তোমার কবিতা।

ADVERTISEMENT

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait