কবিতা : অপ্রকাশিত

কবিতা : অপ্রকাশিত

আমি তোমাকে দেখলেই প্রেমে পড়ি।
প্রতিদিন, বারবার, হাজারবার।

কেন প্রেমে পড়ি? জানা নেই।
তোমাকে ভালোলাগার কারণ?
তাও জানা নেই।
প্রেমে পড়েছি, এটাই শেষ কথা।

তোমার বয়স কত?
কোথায় তোমার ঠিকানা?
তাও অজানা।

হয়তো তোমার আমার মাঝে,
হাজার মাইলের দূরত্ব।
কিন্তু তাতে কি?

দামাল ছেলের উপরে,
তার মায়ের যেমন কোন
নিয়ন্ত্রন থাকে না,
আমার মনের উপরেও, আমার
তেমন কোনও নিয়ন্ত্রন নেই।
সে অকারণেই তোমার প্রেমে পড়ে।
সে বেদুঈনের মতো উচ্ছৃঙ্খল।
তার ভালোলাগা সীমাহীন।

তাই তার ভালোবাসায়,
আমার সম্মতি আছে।
আমি তোমার প্রেমে পড়েছি,
এটাই শেষ কথা।

যে প্রেমে কোনও চাওয়া পাওয়া নেই,
যে প্রেমে কোনও বন্ধন নেই,
সে প্রেমে যত মিষ্টতাই থাকুক,
আমি সে প্রেমের ঘোর বিরোধী।

ADVERTISEMENT

তুমি যদি এই ভালোবাসার কারণ জানতে চাও, আমি বলবো
'আমার ইচ্ছে, তাই ভালোবাসি'।

তুমি যদি জানতে চাও,
এই ভালোবাসার পরিধি,
আমি বলবো 'সাগর যেখানে আকাশে
মেশে, সেখানেই আমার প্রেমের সীমান্ত'।

তুমি হয়তো রাগ করবে।
হয়তো বা আড়ালে হাসবে;
হয়তো বা লজ্জা পাবে একান্তে।
কিন্তু দিনের শেষে,
এক মুহুর্তের জন্য হলেও,
তোমার ভাবনায় আমি দাগ কাটবোই।
তোমার অবচেতনে আমি জীবন্ত হবোই, একবারের জন্য হলেও।
এ আমার দৃঢ় বিশ্বাস।

চিৎকার করে তোমাকে 'ভালোবাসি' শব্দটি বলতে না পারলেও জানবে; আমার মনের ঘরে, তোমাকে ভালোবাসার অসুখ বাসা বেঁধেছে অচিরেই।

প্রেমের অসুখ যে বড় ছোঁয়াচে!
তাই আমি তোমার প্রেমে পড়েছি,
এটাই আমার শেষ কথা।

 

ছবি - ইন্টারনেট


0 comments

Piyali Kushari

Piyali Kushari

Shared publicly - 27th Apr, 21 07:08 am

ভীষণ ভালোলাগার একটি কবিতা হয়ে রইলো। মনের খুব কাছাকাছিও। অসম্ভব সুন্দর।

Madhumita Dey

Madhumita Dey

Shared publicly - 26th Apr, 21 12:00 pm

Darun, darun,darun

Meghdut Ankan

Meghdut Ankan

Shared publicly - 26th Apr, 21 11:59 am

ভালোলাগা একরাশ

Saurav Chakraborty

Saurav Chakraborty

Shared publicly - 26th Apr, 21 11:23 am

বেশ লাগলো...

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait