সেদিন আকাশ নেমেছিল

সেদিন আকাশ নেমেছিল

সেদিন আকাশ নেমেছিল

আমি তখন ছাদে আনমনা

কানের কাছে কী যেন বলেছিল, মনে পড়ে না।

চলে গেল নিশ্চুপ, হয়তো অভিমানে...

অথচ দেখো, আজন্মকাল 

চেতন বা অবচেতনে, আমি তো ছিলাম,

একটুকরো আকাশেরই অপেক্ষায়।

 

আবার হঠাৎ

যদি কখনও আকাশ নামে

পাশটিতে বসিয়ে কানে কানে, কথা ঝরবে 

টুপটাপ, আকাশের বুকে রয়ে যাব

আবহমানকাল।

 

ADVERTISEMENT

0 comments

Saurav Chakraborty

Saurav Chakraborty

Shared publicly - 27th Sep, 20 10:20 am

bah!!

Haimanti Roy

Haimanti Roy

কোন্নগরে জন্ম, মাখলার স্কুলে পড়াশোনা করে একে একে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। বি.এড পাশ করে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করি, বর্তমানে বাড়িতেই ছাত্রছাত্রী পড়াই। কবিতার প্রতি ভালোবাসা থেকেই কবিতার চর্চা ও লেখালিখির শুরু। বর্তমানে আকাশবাণীর সঞ্চালক। সোশাল মিডিয়ায় লেখার সঙ্গে কিছু পত্রিকায় লিখি।

FOLLOW

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait