আসছে ‘ওয়েব সিরিজ’ বিরহী সিজন-২, সুজয় ঘোষের কলমে বব বিশ্বাস

আসছে ‘ওয়েব সিরিজ’ বিরহী সিজন-২, সুজয় ঘোষের কলমে বব বিশ্বাস

বিনোদন ডেস্ক: আসছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ‘ওয়েব সিরিজ’ বিরহী সিজন-২। প্রথম ওয়েব সিরিজের মারকাটারি সাফল্যের পর তাঁর দ্বিতীয় ভাগ নিয়েও উচ্ছ্বসিত কলাকুশলী থেকে এই সিরিজের অনুরাগীরা। আগেরবারের মতো নয়া সিজনটিও দেখা যাবে ইউটিউবের Uribaba চ্যানেলে। শুক্রবারই সন্ধেয় অফিসিয়াল ফেসবুক পেজে  বিরহী সিজন-২ পোস্টার লঞ্চ করেছে। শুধু তাই নয়, ফেসবুক লাইভে পরিচালক ও ছবির অভিনেতা-অভিনেত্রীরাই ঘোষণা করেন সুখবরটি। এদিন ফেসবুক লাইভে আগামী সিজনের ঘোষণা হলেও ঠিক কবে থেকে আবার শুরু হবে এই নয়া সিজনের স্ট্রিমিং সে সম্পর্কে সাসপেন্স বজায় রেখেছে 'বিরহী' টিম। তবে বছর শেষের আগেই ফের দেখা মিলবে কৃষ্ণর সে ইঙ্গিত দিয়েছেন পরিচালক। এই ওয়েব সিরিজের মূল চরিত্রে রয়েছেন সায়ন ঘোষ। এছাড়া বাকি চরিত্রগুলিতে অভিনয় করছেন সায়ন ঘোষ, শতাক্ষী নন্দী, অনুরাধা মুখোপাধ্যায়, দীপক হালদার, অমিত দাস, প্রমুখ। কৃষ্ণর জীবন এবার কোনখাতে বইবে সেই নিয়েই তৈরি হয়েছে বিরহী। প্রথম সিরিজের অভিনেতা-অভিনেত্রীরাই রয়েছেন দ্বিতীয় সিজনেও।

ADVERTISEMENT

মফস্বলের এক বেকার ছেলেকে নিয়ে শুরু হয়েছিল ‘বিরহী’ ওয়েব সিরিজের গল্প। টিউশনি করেই ছেলেটির জীবন চলত । একসময় ভেঙে যায় তাঁর বিয়েও। বহু স্ট্রাগলের পর গ্রাম থেকে অনেক দূরে ‘বিরহী’ গ্রামের প্রাইমারি স্কুলে শিক্ষকের চাকরি জোটে তাঁর। সেখান থেকেই কৃষ্ণের জীবন বইতে শুরু করে অন্য খাতে। ওই গ্রামেরই একটি NGO-তে কাজ করা এক মেয়ের সঙ্গে আলাপ হয় তাঁর। এই নিয়েই চলতে থাকে গল্প। এবার কী হবে কৃষ্ণের জীবনে সঙ্গে বিরহী গ্রামেরই নানা গল্প নিয়ে এগিয়ে চলবে সিরিজের সিজন ২। এবারেও আবহের দায়িত্বে সাত্যকি বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে সুজয় ঘোষের কলমে ফের একবার জীবন্ত হয়ে ওঠে বব বিশ্বাস। তবে এবার ক্যামেরার পিছনে আর নিজে থাকেননি, বব বিশ্বাসের জীবন ছেড়ে দিয়েছেন মেয়ে Diya Annapurna Ghosh-এর হাতেই। এই ছবি ২০১২ সালে মুক্তি পাওয়া বিদ্যা বালন, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত Kahaani-র প্রিক্যুয়েল। ছবির গল্প ভয়াবহ দুর্ঘটনায় কোমায় চলে গিয়েছিলেন বব বিশ্বাস। দীর্ঘ আট বছর পর জ্ঞান ফিরেছে তাঁর। অবশেষে ছাড়া পান হাসপাতাল থেকে। স্ত্রী মেরি অথবা দুই সন্তান বেনি বা মিনির কোনও কথাই মনে নেই ববের। নতুন জীবনে ধীরে ধীরে যখন মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বব, তখনই হঠাত্‌ করে একদিন তাঁকে তুলে নিয়ে যান দুই পুলিশ কর্মী—যিশু নারাগ এবং খরাজ সাহু। খুনি হিসেবে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয় ববকে। কাহানির সুর ধরেই, Bob Biswas-এর প্রেক্ষাপটও কলকাতা শহর। কয়েকটি জায়গায় গতি একটু স্লথ মনে হলেও, সিংহভাগ ক্ষেত্রেই টানটান চিত্রনাট্য। পরিচালক হিসেবেও প্রথম ছবিতে সফল সুজয়-কন্যা দিয়া অন্নপূর্ণা। অন্যদিকে ঘরোয়া মেরির চরিত্রেও অসম্ভব গর্জাস চিত্রাঙ্গদা সিং

 

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait